সংবাদ মাধ্যমে প্রকাশিত নিজের বিয়ের খবর অস্বীকার করেছেন পাকিস্তানের ক্রিকেটার শোয়েব আখতার। এ খবর প্রকাশের প্রায় চার ঘণ্টা পর শোয়েব সাংবাদিকদের পক্ষ থেকে দায়িত্বশীল সংবাদ প্রচারের আশাবাদ ব্যক্ত করেছেন।
আজ শনিবার সকালে পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউনসহ বেশ ক'টি সংবাদ মাধ্যমে পরিবারের উদ্ধৃতি দিয়ে তার বিয়ের খবর প্রচার করা হলেও দুপুরের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ বিষয়ে অবস্থান ব্যাখ্যা করেন শোয়েব।
দায়িত্বশীল সংবাদ প্রচারের আহ্বান জানিয়ে শোয়েব তার টুইটে বলেন, লিখে রাখুন, আমি বিয়ে করছি না!
এর আগে সকালে সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বিয়ের পিঁড়িতে বসছেন। সেটা আনন্দের খবর হলেও ৩৯ বছর বয়সী শোয়েব বিয়ে করছেন তার অর্ধেকেরও কম বয়সী এক কিশোরীকে! ১৭ বছর বয়সী ওই কিশোরীর নাম রুবাব।
সংবাদ মাধ্যমের প্রতিবেদন মতে, আগামী ১২ জুন নিজের শহর রাওয়ালপিন্ডিতে গিয়ে রুবাবের সঙ্গে বিয়ের দিনক্ষণ ঠিক করবেন শোয়েব। জুনের তৃতীয় সপ্তাহের কোনো এক শুভ দিনে তারা চারটি হাত এক করবেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
গত বছর সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে তার বাবা-মা ব্যবসায়ী মুশতাক খানের সঙ্গে শোয়েব-রুবাবের বিয়ে নিয়ে আলোচনা করেন। মুশতাক পাকিস্তানের হাজারা বিভাগের হরিপুর জেলার খ্যাতনামা ধনকুবের।
প্রতিবেদনে আরও জানা যায়, শোয়েবের হবু বধূ ক্রিকেট ভক্ত নন। গতমাসে অ্যাবাটাবাদের একটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেছেন। তিন বড় ভাই ও এক আদুরে ছোট বোন রয়েছে রুবাবের।