বোলিং কোচ হিথ স্ট্রিক ঢাকায় এসেছেন এক সপ্তাহ আগে। ঢাকায় পা রেখে আনুষ্ঠানিকতা সেরে কাজও করছেন মাশরাফি বিন মর্তুজা, আল-আমিনদের নিয়ে। গতকাল রাতে ঢাকায় পা রেখেছেন হেড কোচ চন্ডিকা হাতুরাসিংহে। নিউ সাউথ ওয়েলসের সাবেক কোচ গতকাল রাতে ঢাকায় এসেছেন সরাসরি ব্রিসবেন থেকে। হেড কোচ, বোলিং কোচ ও ট্রেনার নিয়োগ দিয়েছে বিসিবি। এখন বাকি শুধু ফিল্ডিং কোচ। ফিল্ডিং কোচের তালিকায় অনেকেই রয়েছেন। সর্বশেষ সংযোজন ইংল্যান্ডের সাবেক ফিল্ডিং কোচ রিচার্ড হালসাল। হালসাল সহকারী হিসেবে কাজ করেছেন ইংলিশ কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের। ২৮ এপ্রিল হঠাৎ করেই মুশফিকুর রহিমদের দায়িত্ব ছেড়ে দেন শেন জার্গেনসেন। তার জায়গায় বিসিবি দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে হাতুরাসিংহেকে। শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার হাতুরাসিংহের মেয়াদ ২০১৪ সালের ১ জুলাই থেকে ২০১৬ সালের ৩১ মে পর্যন্ত। হাতুরাসিংহে এই প্রথম কোনো টেস্ট খেলুড়ে দেশের দায়িত্ব নিলেন। এর আগে ২০১১ সালের বিশ্বকাপে কানাডা ক্রিকেট দলের কোচিং উপদেষ্টা ছিলেন। জুলাইয়ের প্রথম দিন থেকে মেয়াদ শুরু হলেও তিনি দায়িত্ব নিবেন ১৩ জুন। তার প্রথম অ্যাসাইনমেন্ট তিন ম্যাচ ওয়ানডের ভারত সিরিজ। যা শুরু ১৫ জুন। বাকি দুই ম্যাচ ১৭ ও ১৯ জুন। ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর হাতুরাসিংহেই প্রথম শ্রীলঙ্কান হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ হলেন। এর আগে ভারতের মহিন্দার অমরনাথ, পাকিস্তানের মোহাম্মদ ফারুক, মুদাসসর নজর কোচিং করিয়েছেন টাইগারদের। তবে সে সব টেস্ট স্ট্যাটাস পাওয়ার আগে।
স্ট্যাটাস পাওয়ার পর টাইগারদের প্রথম পাকিস্তানি কোচ মহসীন কামাল। তার সহযোগী ছিলেন আলী জিয়া। এছাড়া কোচ ছিলেন ডেভ হোয়াটমোর, জেমি সিডন্স, স্টুয়ার্ট ল, রিচার্ড পাইবাস, শেন জার্গেনসেন। কাল রাতে ঢাকায় এসে আজ চুক্তির আনুষ্ঠানিকতা সারবেন চন্ডিকা হাতুরাসিংহে।