জার্সিগুলো সেই একই আছে। বদলে গেছে জার্সির পেছনের নামগুলো। রোনাল্ডোর ৯ নম্বর জার্সিতে নাম লিখিয়েছেন ফ্রেড। পেলে-জিকো-রিভালদো-রোনালদিনহোদের ১০ নম্বর জার্সির উত্তরসূরি নেইমার। রোমারিওর বিখ্যাত ১১ নম্বর জার্সি দখল করেছেন অসকার। ব্রাজিলিয়ান ফুটবলের অতি গুরুত্বপূর্ণ এই তিন জার্সিতে অতীতে অনেক মহাতারকার দেখা পেয়েছেন ভক্তরা। যাদের পায়ে পায়ে ফুটে উঠত বাহারি ফুল। সবুজ মাঠে একবার এপাশ-ওপাশ করলেই আঁকা হয়ে যেত এক অমর চিত্রলিপি। পেলে ব্রাজিলের ওই ফুটবল শিল্পের নাম দিয়েছিলেন ‘জোগো বোনিতো’। ২০০২ বিশ্বকাপের পর সেই পুরনো ছন্দ অনেকটাই হারিয়েছিল ব্রাজিল। ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে ছিল নিজেদেরই ছায়া!
এরপর দেখা গেল এক নতুন ব্রাজিলকে। ২০০২ বিশ্বকাপজয়ী কোচ লুই ফিলিপ স্কলারি নেইমার-ফ্রেড-অসকারদের মধ্যে এনে দিলেন ‘জোগো বোনিতো’ ছন্দ। এই ছন্দের তালে তালে নেইমাররা জয় করলেন ফিফা কনফেডারেশনস কাপ। ওই তো এক বছর আগেই মারাকানায় একবিংশ শতকের সেরা ফুটবল শক্তি স্পেনীয়দের মাথা হেঁট হয়েছিল। কি দুর্দান্ত দাপটেই না নেইমাররা মারাকানার ফাইনাল জয় করেছিলেন (৩-০)। মারাকানাজো কিছুটা হলেও ভুলতে পেরেছিল ব্রাজিলিয়ানরা! কিন্তু বিশ্বকাপের স্বাদ কি আর কনফেডারেশনস কাপ দিয়ে হয়! হয় না বলেই ব্রাজিলিয়ানরা নিজেদের দেশে নেইমারদের কাঁধে ভর করে হিমালয়ের উচ্চতায় উঠার দুঃসাহস করছে। নতুনদের মধ্যে জেগে উঠা পুরনো ছন্দ ‘জোগো বোনিতো’ সাম্বার দেশকে জাগিয়ে রাখছে নিশিদিন। স্বপ্নালু চোখে আবছা করে তারা দেখতে পাচ্ছে, ১৩ জুলাই মারাকানার ফাইনাল শেষে নেইমাররা সোনার ট্রফি নিয়ে উচ্ছ্বাস করছে শ্যাম্পেনে গোসল করে! আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। শাকিরা-জেনিফার লোপেজময় উদ্বোধনী অনুষ্ঠান শেষ করে সাও পাওলোর করিন্থিয়ানস এরিনাতে ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে বিশতম বিশ্বকাপের। ‘দি গ্রেটেস্ট শোন অন আর্থে’র। ব্রাজিলের তুলনায় ক্রোয়েশিয়ার মূল্যায়ন করা কঠিন কিছু নয়। যত যাই হোক, বিশ্বকাপের এক নম্বর ফেবারিট ব্রাজিলকে উদ্বোধনী ম্যাচে এগিয়ে রাখতেই হবে। তাছাড়া ইতিহাসও তো নেইমারদের পক্ষে। দুই দলের দুই বার দেখা হয়েছে এর আগে। প্রথমবার ২০০৫ সালে এক প্রীতিম্যাচে ১-১ ব্যবধানে ড্র। দ্বিতীয়বার ২০০৬ বিশ্বকাপের গ্র“প পর্বে ব্রাজিলের ১-০ গোলের জয়। দুই ম্যাচের পরিসংখ্যান দিয়ে অবশ্য কোনো দলকে এগিয়ে রাখা যায় না। তারপরও ব্রাজিল এমন একটি দল যারা যে কোনো প্রতিপক্ষের সঙ্গে ফেবারিটের তকমা নিয়ে মাঠে নামে। আজ ক্রোয়েশিয়ার বিপক্ষেও এর ব্যতিক্রম হবে না। স্কলারি ব্রাজিলকে ৪-২-৩-১ ফরমেশনে খেলাবেন। সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবে থাকছেন ফ্রেড। অ্যাটাকিং মিডফিল্ডে খেলবেন নেইমার, অসকার ও পলিনহো। ডিফেন্সে অধিনায়ক থিয়াগো সিলভার পাশাপাশি থাকবেন দানি আলভেস, ডেভিড লুইজ এবং মার্সেলো। থাকতে পারেন দান্তে, মাইকন কিংবা ম্যাক্সওয়েলও। ক্রোয়েশিয়ার জার্মান কোচ নিকো কুবাচও দলকে সাজিয়েছেন ৪-২-৩-১ ফরমেটে। ঠিক ব্রাজিলের মতো করেই। দলের প্রধান তারকা রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার লুকা মডরিচ এবং বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড মারিও মানজুকিচ। নেইমার-ফ্রেডদের সঙ্গে মডরিচ-মানজুকিচদের দম কতক্ষণ থাকবে তা ম্যাচ শুরু হলেই বুঝা যাবে। তবে ব্রাজিলিয়ান ভক্তরা আজ কোনো অঘটন দেখার ধৈর্য নিয়ে মাঠে যাবেন না। নেইমারদের যে করেই হোক, একটা জয় উপহার দিতেই হবে আজ!
শিরোনাম
- জয়পুরহাটে ২ দফা দাবিতে আদালতের কর্মচারীদের কর্মবিরতি
- কোপাকাবানা সৈকতে গাগার কনসার্টে ২১ লাখ দর্শক
- ইতালি যেতে প্রতীক্ষায় ৫০ হাজার বাংলাদেশির ভাগ্য নির্ধারণ আজ
- সিদ্ধিরগঞ্জে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২
- ম্যাক্সওয়েলের চোটে আইপিএলে সুযোগ বিধ্বংসী ওয়েনের
- মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্তের দাবিতে বায়রার মানববন্ধন
- সামাজিক নিঃসঙ্গতায় এআই হতে পারে সহচর, বিকল্প নয়: জাকারবার্গ
- গাজায় ক্ষুধায় মৃত্যু ঝুঁকিতে ৫ বছরের কম বয়সী সাড়ে ৩ হাজার শিশু
- উত্তেজনা বাড়িয়ে পাকিস্তানের বন্দরে ভিড়লো তুরস্কের যুদ্ধজাহাজ, উদ্বিগ্ন ভারত
- ঠাকুরগাঁওয়ে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি পালন
- গোবিপ্রবিতে গবেষণায় দক্ষতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা
- যশোরে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেফতার
- মানিকগঞ্জে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি
- সরকারের দেওয়া ক্ষতিপূরণের টাকা দিয়ে হত্যায় অভিযুক্তকে খুন!
- স্পেনের চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেল ‘মাস্তুল’
- যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলকাট্রাজ কারাগার পুনরায় চালুর নির্দেশ ট্রাম্পের
- রাঙামাটিতে তরুণদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সম্পন্ন
- যুবদল নেতা হত্যা : কক্সবাজারের সাবেক এমপি জাফর রিমান্ডে
- বাংলাদেশে চোখের চিকিৎসাব্যবস্থা আন্তর্জাতিক মানের
- হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা : গাজীপুরে বিশেষ অভিযানে আটক ৫৪
পুরনো ছন্দের নতুন ব্রাজিল
রাশেদুর রহমান
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর