ফুটবলে স্প্যানিশ রূপকথার শুরুটা হয়েছিল ২০০৮ সালেই। ইকার ক্যাসিয়াসের হাত ধরে দীর্ঘ ৪৪ বছর পর দ্বিতীয়বারের মতো ইউরোপ সেরা হয়। এরপর টানা বিশ্বকাপ-ইউরো কাপ জিতে তো ফুটবলে ‘চক্রবর্তী সম্রাট’ হয়ে যায় স্পেন। কী র্যাঙ্কিং, কী প্রীতিম্যাচ, কী সুন্দর ফুটবল -সব কিছুতেই স্পেনের জয়জয়কার। ফুটবলে শুরু হয়ে যায় স্প্যানিশ আগ্রাসন।
২০১০ সালের বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার সকারসিটি স্টেডিয়ামে যে স্বপ্ন ভেঙে খান খান হয়ে গিয়েছিল নেদারল্যান্ডের, সেখান থেকেই যেন স্পেনের নতুন যুগের সূচনা হয়। এজন্যই বুঝি ‘ফুটবল’ আর ‘নদীর’ মধ্যে দারুণ সখ্যতা। কূল ভেঙে জনপদ-স্থাপনা-কীর্তি সব ধ্বংস করে ফেলে। ঠিক বিপরীত কূলে পলি ফেলে নতুন সম্ভাবনা জাগিয়ে তোলে। দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ জিতে স্প্যানিশরা যে ফুটবল জোয়ার তুলেছিল তা আজও চলমান। টিকিটাকা ফুটবল খেলে বিশ্বকে এখন শক্ত হাতে শাসন করছেন জাভি-ইনিয়েস্তারা।
এদিকে চার বছর আগের সেই বিশ্বকাপ ফাইনাল এখন ভুলতে পারেনি ডাচ্রা। দিনে ক্ষতটা আরও বড় হয়ে গেছে। তবে ব্রাজিল বিশ্বকাপের প্রথম ম্যাচেই সেই ক্ষতে হালকা প্রলেপ দেওয়ার একটা সুযোগ পেয়েছে নেদারল্যান্ড। আজ গ্র“প পর্বের প্রথম ম্যাচেই তারা মুখোমুখি হচ্ছে স্পেনের। রবেনদের সামনে প্রতিশোধ নেওয়ার একটা বড় সুযোগ। সুযোগ ফুটবলপ্রেমীদের জন্যও, দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ফাইনালের উত্তাপটা ব্রাজিল বিশ্বকাপের দ্বিতীয় দিনেই দেখতে পাবে ফুটবলবিশ্ব। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে প্রথমবারের বর্তমান চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে।
আজকের স্পেন-নেদারল্যান্ড ম্যাচে ফেবারিট কারা? দুই দলের সমর্থকদের কাছে তাদের দলই সেরা। কিন্তু শক্তিমত্তার বিচারে কিছুটা হলেও এগিয়ে থাকবে স্প্যানিশরাই। চার বছর আগে স্প্যানিশরা গতিময় ফুটবলকে বিদায় করে দিয়ে যে টিকি-টাকা এনেছিল, এবারই সেই টিকি-টাকাই দেল বস্কের শিষ্যদের প্রধান শক্তি। মধ্যমাঠে জাভি-ইনিয়েস্তা-বুসকেটস-ফেব্রিগাস মিলে তৈরি করে এক ‘চক্রব্যূহ’। যা ভাঙার কৌশল এখনো কেউ আবিষ্কার করতে পারেনি। আর গোলবারের নিচে দাঁড়িয়ে ‘সেনাপতি’ ক্যাসিয়াস রণক্ষেত্র পরিচালনা করবেন পেছন থেকে। ঠিক চার বছর আগের যোদ্ধারাই এবারও স্পেনের দূর্গ সামলাবেন। কৌশলও একই। তবে এটা তো ঠিক যে, চার বছরের আগের যোদ্ধাদের কেউ কেউ বয়সের ভারে খানিকটা ন্যুব্জ। তাছাড়া লা লিগার টানা সূচির কারণে স্প্যানিশ ফুটবলাররা খানিকটা ক্লান্তও বটে! গতবারের সেই ফর্মে নেই ক্যাসিয়াসও। তাই খানিকটা বাড়তি সুবিধা পেয়ে যাচ্ছেন ডাচ্রা। তবে নেদারল্যান্ড এই সুযোগটা গ্রহণ করতে পারবে কিনা তা নির্ভর করছে একজনের ওপরইÑতিনি অ্যারিয়ান রোবেন। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপেও নেদারল্যান্ডের প্রধান অস্ত্রো ছিলেন এবারও রোবেনের দিকেই তাকিয়ে ডাচ্রা। যদিও গত বিশ্বকাপের রোবেনের সঙ্গে এই রোবেনের পার্থক্য অনেক। চার বছরে নিজেকে আরও শাণিত করেছেন নেদারল্যান্ডের তারকা। ১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনা কিংবা ১৯৯৮ সালে জিনেদিন জিদান যেমন আর্জেন্টিনা ও ফ্রান্স একক নৈপুণ্যে শিরোপা এনে দিয়েছিলেন এবার রোবেনের হাত ধরেও যদি ডাচ্রা শিরোপার স্বাদ পায় -অবাক হওয়ার কিছু থাকবে না। তাছাড়া রোবেন তো আর একা নন, রোবিন ফন পার্সির মতো তারকা স্ট্রাইকার রয়েছে দলে। ম্যানইউ তারকা একাই স্প্যানিশ ডিফেন্সে ভাঙার ধরানোর জন্য যথেষ্ট।
আজকের ম্যাচের আসল লড়াইটা হবে টিকা-টাকার সঙ্গে টোটাল ফুটবলের। তবে প্রাধান্য পাবে গতি। কেননা ডাচ্ ডিফেন্সকে টিকি-টাকার পাশাপাশি গতিকেও সামলাতে হবে। ডেভিড ভিয়া রয়েছেন ফর্মে। মাঝ মাঠ থেকে বল পেলেও তিনি ক্ষীপ্র গতিতে ঢুকে পড়েন প্রতিপক্ষের ডি-বক্সে। ভিয়াকে আটকাতে না পারলে এ ম্যাচে জয় পাওয়া কঠিন হয়ে যাবে নেদারল্যান্ডের। ঠিক একই পরিস্থিতির মোকাবিলা করতে হবে স্প্যানিশ ডিফেন্সকেও। পার্সির মতো চতুর স্ট্রাইকারকে আটকানো তো আর চাট্টিখানি কথা নয়। তবে বড় লড়াইটা দুই কোচ ফন গল ও দেল বস্কের মধ্যে। কৌশলে যে যার শিষ্যদের যত শাণিত করতে পারবেন জয় তারই হবে।
শিরোনাম
- হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা : গাজীপুরে বিশেষ অভিযানে আটক ৫৪
- ৫ বিয়ে, নিঃসঙ্গ মৃত্যু, কাজহীন ১৮ বছর: বলিউড ভিলেনের করুণ পরিণতি
- বন্ধ্যত্বের বিশ্বমানের চিকিৎসা দেশেই
- আইনজীবী হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো চিন্ময় দাসকে
- বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ অ্যাস্থেটিক সার্জারি সেন্টার
- ইউক্রেনের সাথে শান্তি চুক্তি অনিবার্য, এটি সময়ের ব্যাপার মাত্র : পুতিন
- ঘরোয়া উপায়ে দূর হবে হাঁটু-কনুইয়ের কালো দাগ
- নিজ বাসায় থাকার অধিকার ফিরে পেলেন তুরিন আফরোজের মা
- যেসব ভুলে নষ্ট হতে পারে ফ্রিজে রাখা খাবার
- সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজার ৪২৮ হজযাত্রী
- লেবাননের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল আমিরাত
- ফোনের ডিলিট হয়ে যাওয়া ছবি ফিরে পাওয়া সম্ভব
- ইন্টারনেটের ব্যবহার শুধু বিনোদনে নয়, বদল হোক উৎপাদনশীলতায়
- আব্দুর রাজ্জাকের প্রতি শ্রদ্ধা : সুপ্রিম কোর্টে আধাবেলা বিচার কাজ বন্ধ
- হাতিরঝিলে চলাচলে শৃঙ্খলা ও সবুজায়ন বাড়াতে নির্দেশনা
- ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে যা করবেন
- ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও ব্যাপক গোলাগুলি
- লিফটের ফাঁকা দিয়ে নিচে পড়ে শ্রমিকের মৃত্যু
- লক্ষ্ণৌকে হারিয়ে প্লে-অফের আরও কাছে পাঞ্জাব
- শাপলা চত্বরে নিহত ৯৩ জনের তথ্য প্রকাশ করল হেফাজতে ইসলাম
শুরুতেই ফাইনালের আমেজ
মুখোমুখি স্পেন-নেদারল্যান্ডস
মেজবাহ্-উল-হক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর