জার্মানির কিংবদন্তি খেলোয়াড় ফ্রাঞ্জ বেকেনবাওয়ারকে সব ধরনের ফুটবল সংশ্লিষ্ট কর্মকাণ্ড থেকে ৯০ দিনের জন্য নিষিদ্ধ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ২০২২ কাতার বিশ্বকাপ দুর্নীতির ব্যাপারে অনুসন্ধানে অসহযোগিতার কারণে সাবেক এই জার্মান তারকার ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয় বলে ফিফা তাদের নিজস্ব ওয়েবসাইটে জানায়। প্রসিকিউটর মাইকেল গার্সিয়ার রিপোর্ট অনুসারে এমন সিদ্ধান্ত নেয় ফিফা।
বিশ্বকাপের ভেন্যু নির্ধারণে বেকেনবাওয়ার একজন ভোটার ছিলেন। তিনি ২০১৮ বিশ্বকাপের স্বাগতিক হিসেবে পছন্দ করেন রাশিয়াকে এবং ২০২২ বিশ্বকাপের স্বাগতিক হিসেবে বেছে নেন কাতারকে। আর সেই ভোটের সময় তিনি নির্বাহী কমিটির একজন সদস্যও ছিলেন।
সম্প্রতি ২০২২ কাতার বিশ্বকাপকে নিয়ে দুর্নীতির অভিযোগ উঠলে ফিফার ইথিক্স কমিটি দুর্নীতি বিষয়ে কিছু প্রশ্নের উত্তর দিতে বেকেনবাওয়ারকে আইনজীবীর সামনে হাজির হওয়ার আহবান জানিয়েছিল। কিন্তু তিনি দু’বার সে ডাক প্রত্যাখ্যান করেন।এখন পুরো বিষয়টা নিয়ে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করা হবে।
এদিকে বেকেনবাওয়ারের আচরণ সন্দেহের দৃষ্টিতেই দেখছে ফিফা। তাই কাতার বিশ্বকাপ নিয়ে দুর্নীতির যে বিতর্কে উঠেছে তার সঙ্গে বেকেনবাওয়ার জড়িত কিনা সে ব্যাপারে অনুসন্ধান করার সিদ্ধান্তও নিয়েছে নীতিনির্ধারকরা।
প্রসঙ্গত, অধিনায়ক ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের বিরল রেকর্ড রযেছে বেকেনবাওয়ারের। ১৯৭৪ সালে নিজেদের দেশে অনুষ্ঠিত বিশ্বকাপের বেকেনবাওয়ারের নেতৃত্বে নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সাবেক পশ্চিম জার্মানি। এরপর ১৯৯০ সালে কোচ হিসেবে জার্মানিকে শিরোপা এনে দেন সাবেক এই তারকা।