উয়েফা ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে শুভ সূচনা করেছে ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। মঙ্গলবার ভ্যালেন্সিয়া স্টেডিয়ামে মেসিডোনিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ভিসেন্ট দেল বস্কের শিষ্যরা। দলের পক্ষে গোল করেছেন সার্জিও রামোস, পাকো আলকাসের, বাসকুয়েটস, ডেভিড সিলভা এবং পেদ্রো রদ্রিগেজ। স্পেনের জয়ের রাতে জয় পেয়েছে ইংলিশরাও। ড্যানি ওয়েলব্যাকের দুই গোলে সুইজারল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে ইংল্যান্ড।
এদিকে ইউরো বাছাই পর্বে জয় পেয়েছে ২০১৮ বিশ্বকাপের স্বাগতিক রাশিয়া, স্লোভাকিয়া, এস্তোনিয়া, মন্টিনিগ্রো এবং লিথুনিয়া। রাশিয়া ৪-০ গোলে হারিয়েছে লিচেনস্টেইনকে। ইউক্রেনকে ১-০ গোলে হারিয়েছে স্লোভাকিয়া। তবে প্রথম ম্যাচেই ব্যর্থ হয়েছে ইব্রাহিমোভিচের সুইডেন। অস্ট্রিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সুইডিশরা। ১-১ গোলের ড্রতে শেষ হয়েছে লুঙ্মেবার্গ-বেলারুশ ম্যাচও। ব্রাজিল বিশ্বকাপে চূড়ান্তভাবে ব্যর্থ হওয়ার পর নতুন করে দল সাজিয়েছেন ভিসেন্ট দেল বস্ক। পুরনোদের অনেকেই অবসর নিয়েছেন। অনেকে ইনজুরির কারণে দলের বাইরে। বলতে গেলে নতুন দল নিয়েই ইউরো বাছাই পর্বে চূড়ান্ত পর্ব নিশ্চিত করার লড়াইয়ে নেমেছেন দেল বস্ক। দলে স্থান দিয়েছেন ১৮ বছরের তরুণ তারকা মুনির আল হাদ্দাদিকে। বার্সেলোনার এই তরুণ তারকা এরই মধ্যে মিডিয়ার দৃষ্টি কেড়েছেন। ভক্তদেরও মন জয় করেছেন। বার্সেলোনার জার্সিতে অভিষেকের দিন কয়েকের মধ্যেই জাতীয় দলেও অভিষেক হয়ে গেল তার। স্পেন ইউরো বাছাই পর্বে সি গ্রুপে খেলছে স্লোভাকিয়া, বেলারুশ, লুঙ্মেবার্গ, ইউক্রেন এবং মেসিডোনিয়ার সঙ্গে। শক্তিশালী তেমন কোনো দল না থাকায় চূড়ান্ত পর্ব অনেকটাই নিশ্চিত বর্তমান ইউরো চ্যাম্পিয়নদের। ইংল্যান্ড বাছাই পর্বে ই গ্রুপে খেলছে লিথুনিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, সুইজারল্যান্ড এবং সান মারিনোর সঙ্গে। এই গ্রুপে সুইজারল্যান্ডকে হারিয়ে ইংল্যান্ড বড় বাধাই পাড়ি দিয়েছে। তবে স্লোভেনিয়াও কম শক্তিশালী নয়। ২০১৮ বিশ্বকাপের স্বাগতিক রাশিয়া জি গ্রুপে খেলছে সুইডেন, মন্টিনিগ্রো, অস্ট্রিয়া, মলদোভা এবং লিচেনস্টেইনের সঙ্গে। এই গ্রুপ থেকে সরাসরি চূড়ান্ত পর্ব নিশ্চিত করা কঠিনই হবে। সুইডেন, রাশিয়া, অস্ট্রিয়া এবং মন্টিনিগো ইউরোপীয়ান ফুটবলে শক্তি-সামর্থ্যে প্রায় সমান্তরালে অবস্থান করছে। ইব্রাহিমোভিচরা প্রথম ম্যাচ ড্র করায় কাজটা আরও কঠিন হয়ে গেল সুইডেনের জন্য।