আর্জেন্টিনার ফুটবলঈশ্বর দিয়েগো ম্যারাডোনা আর বিতর্ক যেন সমান্তরালভাবেই চলে। এবার তিনি ক্রোয়েশিয়ার রাস্তায় মাতলামি করে মারামারিও করলেন। সাংবাদিকের উপর চড়াও, মেসিকে নিয়ে সমালোচনা কিংবা বান্ধবীকে নিয়ে একের পর এক এমন সব বিতর্ক জন্ম দেওয়াটাই তার স্বভাবসুলভ বৈশিষ্ট্য। রবিবার রাতে তারই পুনরাবৃত্তি ঘটালেন আর্জেন্টিনার জীবন্ত কিংবদন্তি। ক্রোয়েশিয়ার ডুবরোভিন্ক নামক একটি নাইট ক্লাবে মাতাল অবস্থায় তার মেয়ের সাবেক জামাই সার্জিও আগুয়েরোর নাম শুনে ক্ষেপে যান আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার সার্জিও আগুয়েরোর সঙ্গে ম্যারাডোনার মেয়ে গিয়ানি্নয়ার সম্পর্ক ভালো যাচ্ছে না।