আর্জেন্টাইন তারকা ও বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসিকে অনন্য এক ইতিহাস হাতছানি দিয়ে ডাকছে। ক্লাব ও দেশের হয়ে ৪০০ গোলের মালিক হতে চলেছেন মেসি। ২৭ বছর বয়সী মেসি বর্তমানে ক্লাব ও আর্জেন্টিনার হয়ে ৩৯৮ গোল নিয়ে অপেক্ষা করছেন। বার্সেলোনার হয়ে লিগ কাপে তিনি ২৪০টি ম্যাচ। যেখানে তিনি গোল করেছেন ২৪৫টি। ক্লাবের হয়ে ডমেস্টিক কাপে তার গোল সংখ্যা ৩৯টি। আর চ্যাম্পিয়ন্স লিগে তিনি করেছেন ৮৬ ম্যাচে ৬৭ গোল। বিশ্ব ক্লাব কাপে তার গোল ৪টি এবং সুপার কাপে ১টি। দেশের জার্সি গায়ে জড়িয়ে চার বারের ব্যালন ডি অর পাওয়া মেসি খেলেছেন ৯৩টি ম্যাচ। যেখানে তিনি বিশ্বকাপের চার গোলসহ করেছেন মোট ৪২টি গোল।