ইউরো বাছাই পর্বে সুইডেন-অস্ট্রিয়া ম্যাচ। ভিয়েনায় অনুষ্ঠিত এই ম্যাচের ২২তম মিনিটে ডেভিড আলাবাকে কনুই দিয়ে আঘাত করায় রেফারি হলুদ কার্ড দেখান সুইডিশ অধিনায়ক জ্লাতান ইব্রাহিমোভিচকে। রেফারির এই সিদ্ধান্ত নিয়ে কৌতুকই করলেন এই পিএসজি তারকা। 'সে (আলাবা) এর আগে দুইবার আমার সামনে পড়েছে। তৃতীয়বার যখন পড়ল তখন আমি বল নিয়ে ছুটতে চাইলাম আর সে ছিল ১.৫ অথবা ১.৬ মিটার লম্বা। এ কারণে আমার কনুইয়ের নিচে সে এসে পড়েছিল।' এরপর রেফারি ফ্রি কিকের নির্দেশ দিয়ে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তবে নিয়ন্ত্রণে না নিতে পারলে নাকি ইব্রাহিমোভিচ ৪০ ম্যাচ নিষিদ্ধ হতে পারতেন। তিনি বলেন, 'আমি ৪০ ম্যাচ নিষিদ্ধ হতে পারতাম।' তবে রেফারির দেওয়া হলুদ কার্ডটাকেই নিজের জন্য লাল কার্ড হিসেবে দেখছেন ইব্রাহিমোভিচ।