বিশ্বকাপের ব্যর্থতা ঝেড়ে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে দুঙ্গার ব্রাজিল। চার দিন আগে মায়ামিতে প্রথম ম্যাচে নেইমারের জাদুতে একমাত্র গোলে কলম্বিয়াকে হারিয়েছিল ব্রাজিল। এদিন তার পা থেকে গোল না এলেও ম্যাচের একমাত্র গোলটি এসেছে তার বুদ্ধিদীপ্ত পাস থেকে।
যুক্তরাস্ট্রের নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ বুধবার সকালে ইকুয়েডরের সঙ্গে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের ৩১ মিনিটে ব্রজিলের হয়ে একমাত্র গোলটি করেন চেলসির মিডফিল্ডার উইলিয়ান। আর প্রথমার্ধের এই গোলটিতেই তুষ্ট থাকতে হয় নেইমারদের।তবে বিপক্ষ দল ইকুয়েডর কোন গোলের দেখা না পেলে ১-০ জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।