ইউরো ২০১৬’র বাছাইপর্বে ইনজুরি সময়ের গোলে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়েছে চেক প্রজাতন্ত্র। এর আগে ইতালির বিপক্ষে ডাচরা হেরেছিল ২-০ গোলের ব্যবধানে। দিনের অন্য ম্যাচে জয় পেয়েছে ইতালি। জাজা এবং বনুচ্চির গোলে ২-০ ব্যবধানে তারা হারায় নরওয়েকে।
নেদারল্যান্ডসের কোচ গুস হিড্ডিঙ্ক তার শিষ্যদের ম্যাচের শুরু থেকেই ৫-৩-২ ফরম্যাটে খেলাতে থাকেন। ব্রাজিল বিশ্বকাপে তৃতীয় হওয়া দলটিতে তারকা খেলোয়াড়দের মধ্যে মাঠে নেমেছিলেন ভ্যান পার্সি, ডি ভ্রিজ, স্নেইডার, ডি জংরা।
ঘরের মাঠে প্রথমার্ধের ২১ বোরেক ডোকালের গোলে এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র। এরপর ম্যাচের ৫৫ মিনিটে ডালে ব্লাইন্ডের কাছ থেকে বল পেয়ে অসাধারণ এক হেডে সমতায় ফেরান ডি ভ্রিজ।
এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে তিন মিনিট অতিরিক্ত সময় দেন ম্যাচের দায়িত্বে থাকা রেফারি জি রোচি। এর প্রথম মিনিট পেরুতে না পেরুতেই চেক প্রজাতন্ত্রের ভ্যাকলাভ পিলার দলকে জয়সূচক গোল উপহার দেন।
এদিকে অ্যানডোরাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদের তারকা গ্যারেথ বেলের ওয়েলস।এছাড়া তুরস্ককে ৩-০ গোলে হারিয়েছে আইসল্যান্ড। বসনিয়া-হার্জেগোভিনাকে ২-১ গোলে হারিয়েছে সাইপ্রাস। আর বেলারুশ ১-১ গোলে ড্র করেছে লুমেক্সবার্গের সঙ্গে।