চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ শুরুর আগেই বড় ধাক্কা খেল মুম্বই ইন্ডিয়ান্স। চোটের কারণে পুরো টুর্নামেন্টেই খেলতে পারবেন না দলের অধিনায়ক রোহিত শর্মা।
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে ( কার্ডিফ) নামার আগেই মধ্যমায় চিড় ধরা পড়ে রোহিতের। ফলে সিরিজের বাকি ম্যাচ গুলি খেলতে পারেননি তিনি। পাশাপাশি রোহিতের কাঁধেও সমস্যা রয়েছে৷ ফলে চিকিৎসকরা তাকে আপাতত চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকার নির্দেশ দিয়েছেন। এমনকি অক্টোবরে ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও রোহিতের খেলা নিয়ে সংশয় দেখা যাচ্ছে। রোহিতের পরিবর্তে এখন অধিনায়ক হতে পারেন হরভজন সিং, কায়রন পোর্লাড বা লাসিথ মালিঙ্গা। অতীতে হরভজন সিং মুম্বই দলকে একাধিকবার নেতৃত্ব দিয়েছেন৷ফলে তার পাল্লাই ভারি মনে হচ্ছে।