বাংলাদেশের পেসার আল আমিন হোসেনের বোলিং অ্যাকশন সন্দেহের আওতায় নিয়েছে আইসিসি।
আল আমিন বর্তমানে বাংলাদেশের সঙ্গে ক্যারিবীয় সফরে রয়েছেন। প্রথম টেস্টের প্রথম ইনিংসে তিনি ২২ ওভার বোলিং করে ১২টি মেডেনসহ ৪৩ রান দিয়ে উইকেট শুন্য ছিলেন।
গত জুলাইয়ের পর থেকে এ পর্যন্ত আইসিসির সন্দেহের তালিকায় নাম লেখালেন ছয়জন বোলার। বাকি পাঁচজনই ছিলেন অফ-স্পিনার। আল আমিনই প্রথম বোলার যিনি জুলাই মাসের পর একজন পেস বোলার হিসেবে আইসিসির সন্দেহের তালিকায় পড়লেন।
আইসিসি থেকে এক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, আগামী ২১ দিনের মধ্যে তাকে বোলিং টেস্ট করাতে হবে। তবে, বোলিং পরীক্ষার পর ফলাফল না আসা পর্যন্ত তিনি খেলে যেতে পারবেন।
কার্ডিফ অথবা ব্রিসবেনে আইসিসি স্বীকৃত বোলিং পরীক্ষাগার রয়েছে। আল আমিনকে সেখানে বোলিং টেস্ট করতে বলা হয়েছে।
এর আগে টাইগারদের অফ-স্পিনার সোহাগ গাজীকে ওয়ানডে ম্যাচের জন্য একই দোষে সন্দেহ করা হয়েছে। তিনি এখন বোলিং টেস্ট করার অপেক্ষায় রয়েছেন।
তারও আগে লংকান বোলার সাচিত্রা সেনানায়েকে, কিউই বোলার শেন উইলিয়ামসন, জিম্বাবুয়ের বোলার প্রসপার উতসেয়া, পাকিস্তানি বোলার সাঈদ আজমলের বোলিং অ্যাকশনে সন্দেহ হওয়ায় তাদের বোলিং টেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছিল আইসিসি থেকে।
আল আমিন হোসেন বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট খেলতে নামেন নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৩ সালের ২১ অক্টোবর। ৭০তম টেস্ট ক্রিকেটার হিসেবে বাংলাদেশ দলের হয়ে সফরকারী নিউজিল্যান্ড দলের বিপক্ষে তার অভিষেক ঘটে। আর ওয়ানডেতে তার অভিষেক ঘটে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭ ফেব্রুয়ারি। গত ৬ নভেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ তে আল আমিনের অভিষেক হয়।
২৫ বছর বয়সী ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার টাইগারদের হয়ে ৪টি টেস্ট ও ৯টি ওয়ানডের সঙ্গে সমান টি-২০ ম্যাচ খেলেছেন। ৪ টেস্টের ৬ ইনিংসে তিনটি উইকেটের পাশাপাশি তিনি ওয়ানডেতে পেয়েছেন ১৬টি উইকেট। আর টি-২০ তে ঝিনাইদহের এ বোলারের উইকেট ১২টি।