মাত্র ৪৮ ঘণ্টা আগে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। লজ্জাজনক হারের রেশ কাটার আগে আরেকবার ধাক্কা খেল বাংলাদেশ ক্রিকেট দল। দলের অন্যতম স্ট্রাইক বোলার আল-আমিনের বোলিং অ্যাকশনকে সন্দেহজনক বলেছে ক্রিকেটে সর্বোচ্চ সংস্থা আইসিসি। ২১ দিনের মধ্যে অ্যাকশন শুধরে নেওয়ার পরীক্ষায় অংশ নিতেও বলেছে এই ডান হাতি পেসারকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন অফ স্পিনার সোহাগ গাজীর বোলিং অ্যাকশনকেও অবৈধ ঘোষণা করে ক্রিকেটের শাসক সংস্থা। পরীক্ষা-নিরীক্ষার জন্য সোহাগকে ফিরিয়ে আনা হয় দেশে। এর আগে বাঁ হাতি স্পিনার আব্দুর রাজ্জাক রাজের বোলিং অ্যাকশন দুই দুইবার অবৈধ ঘোষিত হয়েছিল।
শেষ হওয়া কিংসটাউন টেস্টে আল-আমিনের বোলিং অ্যাকশনকে বেআইনি হিসেবে চিহ্নিত করে দুই আম্পায়ার। টেস্ট শেষে টিম ম্যানেজার কাজী হাবিবুল বাশারকে ম্যাচ রেফারি জানিয়ে দেন ২৪ বছর বয়সী পেসারের বোলিং অ্যাকশন অবৈধতার কথা।
এশিয়ান গেমসের ক্রিকেট দলে ছিলেন সোহাগ। তার বোলিং সন্দেহের তালিকায় উঠায় স্কোয়াড থেকে তাকে বাদ দেন নির্বাচক প্যানেল। তার জায়গা নেওয়া হয় বাঁ হাতি স্পিন অলরাউণ্ডার সাকিব আল হাসানকে। সব ধরনের ক্রিকেটে ৬ মাস নিষিদ্ধ থাকায় ওয়েস্ট ইন্ডিজ সফর করতে পারেননি। ছিলেন না এশিয়ান গেমস স্কোয়াডেও। সাকিবের আবেদনে শাস্তির মেয়াদ কমায় বিসিবি। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকছে সাকিবের। শাস্তি কমায় সুযোগ পান এশিয়ান গেমস খেলার। আল-আমিনের বোলিং অ্যাকশন অবৈধ ঘোষিত হওয়ায়, তার জায়গায় নতুন পেসার নেওয়া হতে পারে। প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজে আর একটি মাত্র টেস্ট রয়েছে। তাই তাকে দেশে ফিরিয়ে আনার কোনো সম্ভাবনা নেই। এশিয়ান গেমসে তার বিষয়টি নিয়ে আলোচনা করতে আজ আমরা আলোচনা করব।’ বোলিং অ্যাকশন সন্দেহজনক হওয়ায় আল-আমিনের না খেলার সম্ভাবনা বেশি। স্কোয়াডের আরেক পেসার তাসকিন আহমেদের খেলার সম্ভাবনাও কম। গোড়ালিতে ব্যথা রয়েছে তাসকিনের।
অবৈধ বোলিং অ্যাকশনের জন্য গত পরশু পাকিস্তানের সাঈদ আজমলকে সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ করেছে আইসিসি। গত এক বছরে আইসিসি সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ করেছে আজমল ছাড়াও শ্রীলঙ্কার সচিত্র সেনানায়েক, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, ওয়েস্ট ইন্ডিজের শেন শিলিংফোর্ডকে।
শিরোনাম
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
- প্রাথমিকের শিক্ষক পদে আবেদন করতে পারবেন না ধূমপায়ীরা
- চট্টগ্রাম শিক্ষাবোর্ডের দুই কর্মচারী সাময়িক বরখাস্ত
- ঢাবিতে শীতকালীন বইমেলা শুরু
- জামিন পেলেন সাংবাদিক মঞ্জুরুল আলম
- এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ নভেম্বর
- ট্রাম্প ক্ষমতায় আসার পর ৮০ হাজার ভিসা বাতিল
- ইন্টারনেটে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ালে ৫ বছর কারাদণ্ড , ৯৯ কোটি টাকা জরিমানা
- মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে : তারেক রহমান
- সন্ত্রাসবিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকীর জামিন
- স্কুল-কলেজের সিসি ক্যামেরাগুলো ভোটকেন্দ্রে ব্যবহার করতে চায় ইসি
- সংসদ নির্বাচনে প্রতিবন্ধীদের ভাবনা জানতে চায় ইসি
- জেতার সম্ভাবনা আছে এমন শরিকদের জন্য আসন ছাড়বে বিএনপি : আমীর খসরু
- ‘যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশ পাইনি’
- বাকৃবির উদ্ভাবন: দেশের প্রথম হাঁসের ডাক প্লেগ ভ্যাকসিন
- ফোনে অশ্লীল বার্তা পাঠালে দুই বছরের দণ্ড ও জরিমানা
- শেয়ারবাজারে পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত
- খুলনায় নবায়নযোগ্য শক্তি বিষয়ক বিতর্ক উৎসব শুক্রবার
- চুক্তির আমলাদের হাতেই প্রশাসনের লাগাম
- জাতিসংঘের প্রতিনিধিদল ঢাকায় আসছে
আল-আমিনের বোলিং অ্যাকশন সন্দেহজনক
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর