পেপ গার্ডিওলার প্রিয় ফুটবলারদের মধ্যে অন্যতম ছিলেন জাভি হার্নান্দেজ। মেসির পর সম্ভবত জাভির উপরই সবচেয়ে বেশি আস্থা রাখতেন গার্ডিওলা। এই স্প্যানিশ কোচ বায়ার্ন মিউনিখের দায়িত্ব নেওয়ার পর মেসিকে দলে নেওয়ার চেষ্টা করবেন বলে অনেকেই সন্দেহ করেছিল। তবে গার্ডিওলাও জানতেন, মেসিকে বার্সেলোনার বন্ধন থেকে মুক্ত করা সহজ নয়। এ কারণে হাত বাড়িয়েছিলেন অন্যদের দিকে। তালিকায় উপরের দিকে ছিল জাভি হার্নান্দেজের নাম। তবে স্প্যানিশ এই মিডফিল্ডার বায়ার্ন মিউনিখের প্রস্তাব প্রত্যাখ্যান করে বার্সেলোনার জন্য। শেষ হয়ে যাওয়া ট্রান্সফার উইন্ডোতে জাভি হার্নান্দেজকে দলে নেওয়ার জন্য লোভনীয় প্রস্তাব দিয়েছিল বায়ার্ন মিউনিখ। কার্লোস পুয়লের পর বার্সেলোনায় নেতৃত্বের শূন্য আসনে জাভির চেয়ে যোগ্য কেউ ছিল না কাতালানদের কাছে। বার্সেলোনা এবং জাভি দুই পক্ষ থেকেই প্রত্যাখ্যাত হয়েছে বায়ার্ন মিউনিখ।