কলম্বিয়া ও ইকুয়েডরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচেই জয় পেয়ে খুশি ব্রাজিল দলের বর্তমান অধিনায়ক ও দলের সবচেয়ে বড় তারকা। চোটের কারণে নিয়মিত অধিনায়ক চিয়াগো সিলভার অনুপস্থিতিতে নেইমারকে অধিনায়ক হিসেবে বেছে নেন দুঙ্গা। কতদিন বার্সেলোনা ব্রাজিলের তারকা নেতৃত্বে থাকবেন, তা এখনো নিশ্চিত নয়।তবে প্রীতি ম্যাচ দুটিতে একটিতে গোল করে আর অন্যটিতে গোলে সহায়তা করে স্থায়ীভাবে নেতৃত্ব পাওয়ার সম্ভাবনা তৈরি করেছেন।
ইকুয়েডরকে হারানোর পর নেইমার বলেন, “আমি এখনো তরুণ নেতা, আমি এখানে তরুণ খেলোয়াড়দের একজন। তবে আমি খুব খুশি।”
জাতীয় দলে চার বছর ধরে খেলছেন নেইমার। সেই প্রথম ম্যাচ থেকে শুরু করে ইকুয়েডরের সঙ্গে শেষ ম্যাচ পর্যন্ত প্রতিনিয়ত শিখছেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, “আমার মনে হয় এখানকার ফল ভালো ছিল। আর এটা খুবই ইতিবাচক। কারণ, আমরা দুটি কঠিন ম্যাচ খেলেছি আর দুটিতেই জিতেছি। তাই আমরা খুশি।”
আগামী ১১ অক্টোবর চীনে প্রীতি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল।
এর আগে কলম্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে নেইমারের একমাত্র গোলে জেতে ব্রাজিল। আর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে উইলিয়ানের একমাত্র গোলে জেতে তারা।