১৬ সেপ্টেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুটি সহ-সভাপতি পদে নির্বাচন। গতকাল ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। পদ দুটি হলেও মনোনয়নপত্র জমা দিয়েছেন তিন পরিচালক। কোনো রকম আনন্দ-উৎসব ছাড়া জমা দিয়েছেন আ জ ম নাছির ও মাহাবুবুল আনাম। অথচ আরেক প্রার্থী শেখ জামাল ধানমন্ডি ক্লাবের নাজিব আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন উৎসবমুখর পরিবেশে। মনোনয়নপত্র প্রত্যাহার ১৪ সেপ্টেম্বর। নির্বাচন করার জন্য মনোনয়নপত্র কিনেছিলেন মোট পাঁচ পরিচালক। অবশ্য শেষ পর্যন্ত জমা দেননি মঞ্জুর কাদের ও এনায়েত হোসেন সিরাজ।
গত অক্টোবরে অনুষ্ঠিত হয় বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন। গঠনতন্ত্র অনুযায়ী দুজন সহ-সভাপতি রয়েছেন পরিচালনা পর্ষদে। অথচ দুই সহ-সভাপতি ছাড়াই গত এক বছর কার্যক্রম চলেছে বিসিবির। বিসিবির সর্বশেষ বৈঠকে সহ-সভাপতি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের শূন্যস্থানটি পূরণ করা হয়নি। পাপন বিসিবির পরিচালক হয়েছিলেন জাতীয় পরিষদের তিনজন পরিচালকের কোটায়। ক্রীড়া পরিষদের বাকি দুই পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি ও ডা. ইসমাইল হায়দার মল্লিক। ক্রীড়া পরিষদের কোটায় পরিচালকের নাম শোনা যাচ্ছে গাজী আশরাফ হোসেন লিপুর। মনোনয়নপত্র বিক্রি শুরু হয় ৭ সেপ্টেম্বর। ৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র কেনেন মাহাবুবুল আনাম ও আ জ ম নাছির। গত পরশু কেনেন নাজিব আহমেদ, মঞ্জুর কাদের ও এনায়েত হোসেন সিরাজ। পাঁচজন কিনলেও জমা দিয়েছেন তিনজন, বলেন বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন, ‘গতকাল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। জমা দিয়েছেন মাহাবুবুল আনাম, নাজিব আহমেদ ও আ জ ম নাছির।’ তিনজন মনোনয়নপত্র জমা দেওয়ায় জমে উঠেছে সহ-সভাপতি পদের নির্বাচনী লড়াই। শুরু থেকে অবশ্য মাহাবুবুল আনাম ও নাছিরের নাম শোনা যাচ্ছিল। তৃতীয় প্রার্থী হিসেবে শোনা গিয়েছিল সিরাজের নাম। কিন্তু মনোনয়নপত্র কিনেও জমা দেননি সিরাজ। আলোচনাতেই ছিলেন না নাজিব। অথচ মনোনয়নপত্র কিনে জমা দেন কাল। এর ফলে জমে উঠেছে নির্বাচনী লড়াই। নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক জানিয়েছেন, তিন প্রার্থী থাকায় জমজমাট হবে লড়াই। সৃষ্টি হবে বিভাজনও। নাছির অবশ্য নির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদী, ‘আমি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। কেননা আমি কাজ করতে চাই। আর বিসিবির কার্যক্রমের সঙ্গেও আমি জড়িত।’ নাম প্রকাশে অনিচ্ছুক ওই পরিচালক কিছু না বললেও আসন্ন নির্বাচনকে ঘিরে আবাহনী ও মোহামেডান ব্যানারে বিভক্ত হয়ে পড়বেন পরিচালকরা। সহ-সভাপতি দুজন নির্বাচিত হবেন পরিচালকদের সরাসরি ভোটে। লড়াইয়ে নাছিরের নির্বাচিত হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হলেও লড়াই হবে মূলত আনাম ও নাজিবের মধ্যে।
শিরোনাম
- স্ত্রী-কন্যাসহ র্যাবের সাবেক ডিজি হারুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
- প্রাথমিকের শিক্ষক পদে আবেদন করতে পারবেন না ধূমপায়ীরা
- চট্টগ্রাম শিক্ষাবোর্ডের দুই কর্মচারী সাময়িক বরখাস্ত
- ঢাবিতে শীতকালীন বইমেলা শুরু
- জামিন পেলেন সাংবাদিক মঞ্জুরুল আলম
- এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ নভেম্বর
- ট্রাম্প ক্ষমতায় আসার পর ৮০ হাজার ভিসা বাতিল
- ইন্টারনেটে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ালে ৫ বছর কারাদণ্ড , ৯৯ কোটি টাকা জরিমানা
- মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে : তারেক রহমান
- সন্ত্রাসবিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকীর জামিন
- স্কুল-কলেজের সিসি ক্যামেরাগুলো ভোটকেন্দ্রে ব্যবহার করতে চায় ইসি
- সংসদ নির্বাচনে প্রতিবন্ধীদের ভাবনা জানতে চায় ইসি
- জেতার সম্ভাবনা আছে এমন শরিকদের জন্য আসন ছাড়বে বিএনপি : আমীর খসরু
- ‘যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশ পাইনি’
- বাকৃবির উদ্ভাবন: দেশের প্রথম হাঁসের ডাক প্লেগ ভ্যাকসিন
- ফোনে অশ্লীল বার্তা পাঠালে দুই বছরের দণ্ড ও জরিমানা
- শেয়ারবাজারে পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত
- খুলনায় নবায়নযোগ্য শক্তি বিষয়ক বিতর্ক উৎসব শুক্রবার
- চুক্তির আমলাদের হাতেই প্রশাসনের লাগাম
বিসিবি সহ-সভাপতি পদে নির্বাচন
জমে উঠেছে লড়াই
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর