হঠাৎ করেই ব্যস্ততা বেড়ে গেছে আইসিসির আম্পায়ার্স কমিটির। গত জুলাই থেকে এ পর্যন্ত ছয়জন ক্রিকেটারের বোলিং অ্যাকশনকে অবৈধ ঘোষণা করেছে আইসিসি। এ তালিকায় সর্বশেষ সংযোজন বাংলাদেশের ডান হাতি পেসার আল-আমিন। কিংসটাউন টেস্ট চলাকালে আম্পায়াররা তার বোলিং অ্যাকশনে ত্রুটি দেখতে পান। আইসিসির পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার কাজী হাবিবুল বাশারের কাছে ম্যাচ রেফারি রিপোর্টটি জমা দেন টেস্ট শেষে। রিপোর্টে বলা হয়েছে- ২১ দিনের মধ্যে অ্যাকশন শোধরানোর পরীক্ষা দিতে হবে আল-আমিনকে। তবে নির্দিষ্ট করে তারিখ জানায়নি আইসিসি। অ্যাকশন জটিলতার জন্য আসন্ন ইনচেন এশিয়ান গেমসে খেলা হচ্ছে না এই ডান হাতি পেসারের। তার পরিবর্তে খেলবেন ডান হাতি পেসার রুবেল হোসেন। এর আগে বোলিং অ্যাকশন অবৈধ বিবেচিত হয় অফ স্পিনার সোহাগ গাজীর। এশিয়াডে সোহাগের পরিবর্তে নেওয়া হয়েছে সাকিব আল হাসানকে। ইনজুরির জন্য বাদ পড়ার সম্ভাবনা ছিল ফাস্ট বোলার তাসকিন আহমেদেরও। গতকাল বিসিবির ফিজিওথেরাপি ম্যানেজার ব্রেট হ্যারট ও নির্বাচক প্যানেলের সামনে পরীক্ষা দিয়ে উতরে যান তাসকিন। ফলে ইনচেন এশিয়াডে খেলছেন এই ফাস্ট বোলার। গত জুলাই থেকে ছয় বোলারের বোলিং অ্যাকশনকে অবৈধ ঘোষণা করে আইসিসি। শ্রীলঙ্কার সাচত্র সেনানায়েক, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও সর্বশেষ পাকিস্তানের সাইদ আজমলকে সব ধরনের ক্রিকেটে বোলিং করার বিষয়ে নিষিদ্ধ করে ক্রিকেটের সর্বোচ্চ শাসক সংস্থাটি। মজার বিষয়, নিষিদ্ধ তিনজনই অফ স্পিনার। জিম্বাবুয়ের প্রসপার উতসেয়া ও বাংলাদেশের সোহাগ গাজীর বোলিং অ্যাকশনকেও অবৈধ ঘোষণা করে আইসিসি। দুজনই অফ স্পিনার। বোলিং অ্যাকশন অবৈধ ঘোষিত ও চর্মরোগে আক্রান্ত হওয়ায় আল-আমিনকে ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরিয়ে আনার কথা শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন। ২৭ সেপ্টেম্বর শুরু ইনচেন এশিয়ান গেমস। গুয়াংজু এশিয়াডের স্বর্ণজয়ী বাংলাদেশ এবার পূর্ণ শক্তি নিয়ে যাচ্ছে এশিয়াডে। টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম যাচ্ছেন না বিয়ের জন্য। দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। রুবেলকে বাছাই করা হয়েছে ২৭ জনের স্কোয়াড থেকে। অবশ্য নির্বাচকদের তালিকায় আরও দুজন ছিলেন। কিন্তু ফরহাদ রেজা ও শুভাশীষ রায়কে আমলে নেননি নির্বাচকরা।
গোড়ালির ইনজুরিতে এশিয়ান গেমসে খেলার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গিয়েছিল তাসকিনের। তবে কাল ফিটনেস পরীক্ষায় প্রায় ৫ ওভার বোলিং করেন তাসকিন। তা দেখেন বিসিবির ফিজিওথেরাপি ম্যানেজার ব্রেট হ্যারট ও দুই নির্বাচক ফারুক আহমেদ ও মিনহাজুল আবেদীন নান্নু। বোলিং দেখে সন্তোষ প্রকাশ করেন তিনজন। তাসকিনকে ফিট ঘোষণা করেন হ্যারট, 'এশিয়ান গেমসে খেলবেন তাসকিন। তার এমআরই রিপোর্ট দেখেছি। তাতে তার ডান পায়ের ট্যান্ডন সমস্যার কথা উল্লেখ রয়েছে, যা পেস বোলারদের জন্য সাধারণ বিষয়।'
ইনজুরি, নিষেধাজ্ঞা, অবৈধ বোলিং অ্যাকশন নিয়ে বেশ বেকায়দায় বাংলাদেশের ক্রিকেট। এমন পরিস্থিতিকে সঙ্গী করেই কাল থেকে সেন্ট লুসিয়ার গ্রস আইলেটে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ।