ওয়ানডের সেরা বোলার পাকিস্তানি অফ স্পিনার সাঈদ আজমলকে নিষিদ্ধ করার পর থেকেই বিতর্ক চলছে। পাকিস্তানিদের দাবি, বিশ্বকাপে আজমল হুমকি ছিল বলেই তাকে বাদ দিতে এই পরিকল্পনা। আজমলের বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন কিংবদন্তি বোলার ওয়াশিম আকরাম। তিনি আইসিসি-কে নয়, আজমলের বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কের জন্য দায়ী করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনকে। আজমল ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলার সময়ই তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলে টুইট করেছিলেন ভন। তারপর ধীরে ধীরে আজকের এই পরিণতি। আকরাম বলেন, 'পিসিবির উচিত ছিল সে সময়ই আজমলকে কাউন্টি ক্রিকেট থেকে প্রত্যাহার করে এর প্রতিবাদ করা। তখন ভনের কাছ থেকে আর্থিক ক্ষতিপূরণ চাওয়া উচিত ছিল।' একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে আকরাম বলেন, 'আজমল ৬০০ ওভারের বেশি বোলিং করেছে, স্বাভাবিক ভাবেই তাকে ক্লান্তি পেয়ে বসতে পারে এবং যে কারণে তার বোলিং অ্যাকশনে ভুল হওয়াটা অস্বাভাবিক নয়। তবে ভন আগেই প্রশ্ন তুলে বিতর্ক উসকে দিয়েছে। আমি মনে করি, কঠিন সময়ে পুরো ক্রিকেট বিশ্ব এবং পিসিবি তার পাশে থাকবে।' সাবেক অধিনায়ক রশিদ লতিফ বলেন, 'আজমলের ওপর নিষেধাজ্ঞা পাকিস্তান দলের জন্য বড় ধাক্কা। আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে আমরা তার অভাবটা পরতে পরতে অনুভব করব। বিশ্বকাপের মাত্র পাঁচ মাস আগে আমাদের স্পিন বোলিং নিয়ে নতুন পরিকল্পনা করতে হচ্ছে। এটা খুবই কঠিন সময়। তবে একটু বলতে পারি, আজমল ছাড়া পাকিস্তানের বোলিং শেষ!'