দুটি চার দিনের বেসরকারি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে জিম্বাবুয়ে 'এ' দল এখন বাংলাদেশে। ২০ সদস্যের আফ্রিকান প্রতিনিধিদের নেতৃত্ব দিচ্ছেন সাবেক টেস্ট ক্রিকেটার ভুসিমুজি সিবান্ধা। এছাড়াও স্কোয়াডে রয়েছেন জাতীয় দলে খেলার অভিজ্ঞতাপুষ্ঠ ক্রিকেটার চারজন। ঢাকায় পা রেখেই দল সিবান্ধাবাহিনী উড়ে গেছেন কক্সবাজার। কক্সবাজার স্টেডিয়ামেই ১৪-১৭ সেপ্টেম্বর প্রথম চার দিনের ম্যাচটি খেলবে স্বাগতিক বাংলাদেশ 'এ'র বিপক্ষে। এরপর দুই দল উড়ে আসবে ঢাকায়। নারায়ণগঞ্জ ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দ্বিতীয় চার দিনের ম্যাচটি ২১-২৪ সেপ্টেম্বর। চারদিনের ম্যাচ শেষে ওয়ানডে সিরিজ শুরু হবে ২৭ সেপ্টেম্বর। ২৯ সেপ্টেম্বর ও ১ অক্টোবর দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। তিনটি ওয়ানডেই হবে ফতুল্লা স্টেডিয়ামে। জিম্বাবুয়ে 'এ' ঢাকা ছাড়ার পর দিন টেস্ট ও পাঁচটি ওয়ানডে খেলতে অক্টোবরে ঢাকায় আসবে জিম্বাবুয়ে জাতীয় দল।
স্কোয়াড
ভুসিমুজি সিবান্ধা, রেগিস চাকাবভা, ব্রায়ান চ্যারি, মিচেল চিনেওয়া, জয়লর্ড গুম্বি, রুখ জংওয়ি, তাফাদজাওয়া কামুনগোজি, নেভিল মাদবিভা, তাতেন্ডা মানাতসা, তিমসি মারুমা, শিংজি মাসাকাদজা, চিনো মাওয়া, কুদাকশা মুনিয়েদে, তাওয়ান্দো মুপারিওয়া, ফরস্টার মুতিজাওয়া, তিনোতেন্ডা মুতোমবোডজিম রিচমন্ড মুতোবামি, তাওরাই মুঝারাবানি, মার্ক ভারমুওলেন ও ম্যালকম ওয়ালার।