ফুটবল বিশ্বের সবচেয়ে কম পারিশ্রমিকের খেলোয়াড় তিনি। প্রতি ম্যাচের জন্য তিনি পাবেন 'মাইনাস' ৩ পাউন্ড। অর্থাৎ খেলার জন্য তিনি কোনো টাকা তো পাবেনই না, উল্টো তাকেই দিতে হবে ৩ পাউন্ড করে ম্যাচ প্রতি। ইংলিশ প্রিমিয়ার লিগে ৩০৩টি ম্যাচ খেলেছেন সাইমন। টটেনহ্যাম, এভারটন, ফুলহ্যামের হয়ে মাঠ মাতিয়েছেন। কিন্তু ৩৪ বছর বয়সী ওয়েলসের এই ফুটবলার ২০১৩ সাল থেকে কোনো দলই পাচ্ছেন না। তাই খেলার মধ্যে থাকতে গ্রামের একটি ক্লাবের হয়ে তিনি খেলার সিদ্ধান্ত নিয়েছেন। সফভা এফসি নামক ক্লাবের কর্তৃপক্ষ প্রথমে সাইমনকে দলে নিতে চাননি। কেননা তার মতো ফুটবলারকে বেতন দেওয়ার মতো অর্থ তাদের নেই। কিন্তু সাইমনের জোড়াজুতি ক্লাবটি রাজি হয় এক শর্তে। নিজে কোনো বেতন তো পাবেনই না, উল্টো প্রতি ম্যাচে খেলার জন্য সতীর্থদের দিতে হবে ৩ পাউন্ড। নিজেকে মাঠে ব্যস্ত রাখতে এই প্রস্তাবেই রাজি হয়েছেন সাইমন ডেভিস।