পাকিস্তানের সাবেক বোলিং কোচ ও বায়োমেকানিকস বিশেষজ্ঞ ড্যারিল ফস্টার। আজমলের নিষিদ্ধ হওয়ার কথা শুনে তিনি চরম হতাশ। ফস্টার বলেন, 'আমি চমকে যাইনি। তবে আমি হতাশ আজমলকে নিষিদ্ধ করায়। আইসিসি সন্দেহজনক বোলিং ইস্যু নিয়ে বোলারদের ওপর ঝাঁপিয়ে পড়েছে।'
বায়োমেকানিকস বিশেষজ্ঞ হওয়ায় বোলিং সমস্যা নিয়ে এর আগে লঙ্কান সাবেক স্পিনার মুত্তিয়া মুরালিধরনের সঙ্গে কাজ করেছেন ফস্টার। কিন্তু বোলিং অ্যাকশনে খুব বেশি সমস্যা লক্ষ্য করেননি। আজমলের ব্যাপারে ফস্টার বলেন, 'বিশ্বমানের অনেক স্পিনারকে নিয়ে কাজ করেছি আমি। তাতে খুব বেশি সমস্যা খুঁজে পাইনি। তবে আইসিসি কোন নিয়মে বোলারদের সমস্যা দেখছে, তা বুঝতে পারছি না। আজমলের অ্যাকশনে সমস্যা থাকলে তা সংশোধন করা যেত। তবে এমন চলতে থাকলে তো ক্রিকেট থেকে অনেক মেধাবী খেলোয়াড় হারিয়ে যাবে।'