তেলেঙ্গানা সরকার ইউএস ওপেনের মিক্সড ডাবলসে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে এক কোটি রুপি পুরস্কার দিয়েছে।
এর আগেই তেলেঙ্গানার প্রধান মন্ত্রী কে. চন্দ্রশেখর রাও এ ঘোষণা দেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি সানিয়া মির্জাকে ডেকে তার হাতে এ পুরস্কার তুলে দেন।
এ বছরের জুলাইয়ে রাজ্য সরকার সানিয়াকে নতুন গঠিত রাজ্যের অ্যাম্বাসেডর বলে ঘোষণা দিয়েছিলেন।
ইউএস ওপেনের ফ্লাশিং মেডোয় ব্রাজিলীয় সঙ্গী ব্রুনো সোরেসের সঙ্গে মিক্সড ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছেন সানিয়া। ফাইনালে আবিগেল স্পিয়ার্স এবং স্যান্টিয়াগো গঞ্জালেস জুটিকে তারা ৬-১, ২-৬, ১১-৯ সেটে হারান।