দক্ষিণ আফ্রিকার দু'পাবিহীন স্বর্ণজয়ী প্যারালিম্পিয়ান অস্কার পিস্টোরিয়াস 'অবহেলাজনিত নরহত্যা'র [কালপাবল হোমিসাইড] অভিযোগে দোষী প্রমাণিত হয়েছেন। দেশটির রাজধানী প্রিটোরিয়ায় অবস্থিত হাইকোর্টের একজন বিচারক এ বিষয়ে আজ রায় প্রদান করে। এর ফলে পিস্টোরিয়াসের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। একই আদালত বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে নিজ বাড়িতে গুলি করে হত্যা করেছেন এমন অভিযোগে গতকাল তাকে অব্যাহতি দিয়েছে। খবর বিবিসির
বিচারক থোকোজিল মাসিপা রায় প্রদান করার সময় বলেন, 'পিস্টোরিয়াস টয়লেটের দরজা দিয়ে গুলি করার সময় অবহেলার পরিচয় দিয়েছিলেন কিন্তু এই বিশ্বাস ছিল যে সেখানে [টয়লেটের ভেতর] একজন অনুপ্রবেশকারী রয়েছে।' 'আমার মত হচ্ছে যে পিস্টোরিয়াসের আচরণে বেশ তাড়াহুড়া ছিল এবং মাত্রাতিরিক্ত বল সে প্রয়োগ করেছিল। এটা পরিস্কার যে তার আচরণে অবহেলা ছিল।'
গত বছর বিশ্ব ভালোবাসা দিবসে নিজ বাড়িতে বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে গুলি করে খুন করেন বলে অভিযোগ আনা হয়েছিল পিস্টোরিয়াসের বিরুদ্ধে। কিন্তু তিনি এ অভিযোগ অস্বীকার করে আসছিলেন। বান্ধবী স্টিনক্যাম্পকে অনুপ্রবেশকারী ভেবে ভুল করে গুলি করেন বলে দাবি করে আসছিলেন। এ অভিযোগ থেকে গতকাল আদালত তাকে অব্যাহতি দিয়েছে। তবে আচরণে অবহেলা ছিল অভিযোগে এ বিষয়ে আজ রায় প্রদান করেন সংশ্লিষ্ট আদালত।
অবহেলাজনিত হত্যার অভিযোগে দোষী প্রমাণিত হওয়ায় পিস্টোরিয়াসের কি সাজা হতে পারে এ বিষয়ে বিস্তারিত দুয়েক সপ্তাহের মধ্যে জানা যাবে। এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের সাজা হতে পারে। তবে আইনি বিশেষজ্ঞরা সাজা সর্বোচ্চ ৭ থেকে ১০ বছর হতে পারে বলে অাভাস দিয়েছেন।