জাতীয় দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। গতকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মিডিয়া সেন্টারে ত্রয়োদশ ও শেষ রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেনের সঙ্গে ড্র করেন জিয়া। ২০১১ সালে জাতীয় দাবায় সর্বশেষ শিরোপা জিতেছিলেন জিয়া। ১১ পয়েন্ট পাওয়া এই গ্রান্ডমাস্টার এবার জিতেছেন নিজের ১৩তম শিরোপা। ঢাকা মোহামেডানের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ১০ পয়েন্ট পেয়ে রানারআপ হয়েছেন। নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন আহমেদের সঙ্গে ড্র করেন তিনি। নৌবাহিনীর দুই গ্র্যান্ডমাস্টার এনামুল ও আব্দুল্লাহ আল-রাকিব সাড়ে নয় পয়েন্ট করে পান। গতবারের চ্যাম্পিয়ন রাকিব একসেস গ্রুপের ফিদে মাস্টার রেজাউল হককে হারান। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে চারজন গ্র্যান্ডমাস্টার, একজন আন্তর্জাতিক মাস্টার ও চারজন ফিদে মাস্টারসহ ১৪জন খেলোয়াড় এবারের বার্জার পেইন্টস জাতীয় দাবায় অংশ নেন।