পর্তুগাল দলে ফিরলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফ্রান্সের সঙ্গে প্রীতিম্যাচ আর ইউরো বাছাইয়ের ম্যাচের জন্য নতুন কোচ ফের্নান্দো সান্তোস দলে রেখেছেন রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ডকে। চোট পাওয়া রোনালদোকে গত মাসে আলবেনিয়ার বিপক্ষে ইউরো ২০১৬ বাছাই পর্বের ম্যাচের দলে রাখা হয়নি। ম্যাচটি পর্তুগাল ১-০ গোলে হেরে গেলে প্রধান কোচের পদ হারান পাওলো বেন্তো। পর্তুগালের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম দল দিলেন সান্তোস। আর তাতে রয়েছেন রিয়াল মাদ্রিদের হয়ে স্পেনের লা লিগায় গত ৫ ম্যাচে ১০ গোল করা রোনালদো। সান্তোস দলে ফিরিয়েছেন পোর্তোর উইঙ্গার রিকার্দো কুয়ারেসমা আর মোনাকোর ডিফেন্ডার রিকার্দো কারভালিয়োকেও। এক বছরেরও বেশি সময় পর আবার আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন কুয়ারেসমা। আর ৩৬ বছর বয়সী কারভালিয়ো দলের বাইরে ছিলেন ৩ বছরেরও বেশি সময়। ফ্রান্সের বিপক্ষে পর্তুগালের প্রীতিম্যাচটি ১১ অক্টোবর। এরপরই ডেনমার্কের বিপক্ষে ইউরো বাছাইয়ের ম্যাচটি খেলবে সান্তোসের দল।