দুটি প্রীতিম্যাচ খেলতে শ্রীলঙ্কা জাতীয় ফুটবল দল বাংলাদেশ আসছে। ২২ অক্টোবর দলটি ঢাকা এসে পৌঁছাবে। ২৪ অক্টোবর যশোর ও ২৭ অক্টোবর রাজশাহীতে বাংলাদেশ জাতীয় দলের বিপক্ষে ম্যাচ দুটো খেলবে। ম্যাচ উপলক্ষে বাফুফে ২৮ জন ফুটবলারকে ক্যাম্পে ডেকেছেন। ১০ অক্টোবর দুপুর ১২টায় খেলোয়াড়দের বাফুফে অফিসে ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর কাছে রিপোর্ট করার অনুরোধ করা হয়েছে। জাতীয় দলের পারফরমেন্স ধরে রাখতে শুধু শ্রীলঙ্কা নয়, বাফুফে আরও কটি প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে।