ফুটবলার মামুনুল কি শুধু ইন্ডিয়ান সুপার লিগ খেলতে গেছেন? এ প্রশ্নে অনেকে অবাক হতে পারেন। কেননা অ্যাটলেটিঙ্ েডি কলকাতার হয়ে সুপার লিগ খেলতেইতো তার সঙ্গে চুক্তি হয়েছে। এখন আবার নতুন করে প্রশ্ন উঠবে কেন? তাহলে কি মামুনুলের এই আসর ছাড়া অন্য কোনো ক্লাবে খেলার সম্ভাবনা রয়েছে। কলকাতায় কিন্তু গুঞ্জন উঠেছে অ্যাটলেটিকোর পর মামুনুলের গায়ে মোহনবাগানের জার্সি চড়লেও আবাক হওয়ার কিছু থাকবে না। মামুনুল আটলেটিকোর হয়ে অনুশীলনে নামার পর কয়েকটি দৈনিকে খবর বেরিয়েছে মোহনবাগানে যোগ দেওয়া সনি নর্দে চাচ্ছেন কলকাতায় তাকে সতীর্থ হিসেবে পেতে। কর্মকর্তাদের তেমন আগ্রহ না থাকলেও সনিই তাদের বলেছেন মামুনুলকে ভেড়ালে দলের শক্তি বৃদ্ধি পাবে। তাই ক্লাব যদি আগ্রহ দেখায় তাহলে মামুনুলের সঙ্গে কথা বলতে পারেন। দীর্ঘদিন বাংলাদেশে পেশাদার লিগে এক সঙ্গে খেলাতে মামুনুলের সঙ্গে সনির চমৎকার বন্ধুত্ব গড়ে উঠেছে। তাই বন্ধুকে মোহনবাগানে পেতে সনি এ চেষ্টাও চালাতে পারেন। তবে চেষ্টা যদি চালিয়েও থাকেন তাহলে তিনি সফল হবে বলে মনে হয় না। কারণ ঢাকাতে অ্যাটলেটিকো ক্লাবের সঙ্গে চুক্তির দিন মামুনুল বলেছিলেন আমি ইন্ডিয়ান সুপার লিগ খেলেই আবার শেখ জামালে যোগ দেব। ক্লাব সভাপতি মনজুর কাদেরও বলেছিলেন সৌরভ চাওয়াতে আর না করতে পারিনি। আইএসএল খেলেই মামুনুল ক্লাবের ক্যাম্পে যোগ দেবেন। এই অবস্থায় মামুনুলের কলকাতা লিগে খেলার সম্ভাবনা নেই বললে চলে। তবে ফুটবলারদের কখন মন বদলে যায় তা বলাও মুশকিল।