লা লিগার ম্যাচে এবার শোচনীয় পরাজয় ঘটলো দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকো মাদ্রিদের। ভ্যালেন্সিয়ার কাছে স্প্যানিস জায়ান্টরা হেরেছে ৩-১ গোলের ব্যবধানে। আর এ তিনটি গোলই হয়েছে ম্যাচের প্রথম ১৩ মিনিটের মধ্যে।
জয় পেতেই সিমিওন ম্যাচের শুরু থেকে মাঠে পাঠান মিরান্ডা, গডিন, গ্যাবি, থিয়াগো, কোকে, গ্রিজম্যান, তুরান আর মানজুকিচের মতো সব তারকাদের। ভ্যালেন্সিয়ার মাঠে তার ছাত্রদের খেলাতে থাকেন ৪-২-৩-১ ফরম্যাটে। কিন্তু মিরান্ডার ভুলে ম্যাচের পাঁচ মিনিটেই পিছিয়ে পড়ে অ্যাতলেতিকো। বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন তিনি। এর এক মিনিটের মাথায় সিমিওনের শিষ্যদের অবাক করে দিয়ে ব্যবধান দ্বিগুন করেন আন্দ্রে গোমেজ। তার গোলের অ্যাসিস্টে ছিলেন প্যাকো আলকাসের।
আর ম্যাচের ১৩তম মিনিটে অ্যাতলেতিকোকে আবার গোলের লজ্জা দিয়ে ভ্যালেন্সিয়ার হয়ে তৃতীয় গোলটি করেন নিকোলাস অতামেন্দি। অ্যাসিস্টে ছিলেন পাবলো পিয়াতি। তবে, ম্যাচের ২৯ মিনিটে ব্যবধান কমান মারিও মানজুকিচ। কিন্তু আশার আলো আর শেষ পর্যন্ত পথ দেখাতে পারেনি সিমিওনের শিষ্যদের।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পাওয়া পেনাল্টি থেকে সিকুইরা গোল আদায় করে নিতে না পারলে অ্যাতলেতিকোকে ৩-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয়।
দ্বিতীয়ার্ধেও কোনো গোল না পেলে ৩-১ গোলের ব্যবধানে পরাজয় মেনে নিয়ে মাঠ ছাড়তে হয় অ্যাতলেতিকোকে।
বিডি-প্রতিদিন/০৫ অক্টোবর ২০১৪/আহমেদ