সব ধরনের আন্তর্জাতিক সাঁতার থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ হলেন ২২ বার অলিম্পিক পদক জয়ী মার্কিন সাঁতারু মাইকেল ফেলপস। ইউএসএ সুইমিং জানায়, ২০১৫ সালে রাশিয়ার কাজানে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পারবেন না তিনি।
সম্প্রতি অ্যালকোহল গ্রহণ করে অনুমোদিত সীমার বেশি গতিতে গাড়ি চালানোয় আটক করা হয় ২৯ বছর বয়সী এ সাঁতারুকে। নিষেধাজ্ঞার মাত্র একদিন আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে কয়েকদিনের জন্য সাঁতার থেকে নিজেকে দূরে রাখার কথা বলেন ফেলপস।
২০০৪-২০১২ সাল পর্যন্ত তিনবার অলিম্পিকে অংশগ্রহণ করে ২২টি পদক অর্জন করেন ফেলপস। এর মধ্যে ১৮টিই স্বর্ণ।
প্রসঙ্গত, ২০০৪ সালে একই অভিযোগে অভিযুক্ত হন ফেলপস।
বিডি-প্রতিদিন/ ০৭ অক্টেবর, ২০১৪/ রশিদা