পাকিস্তানের বিরুদ্ধে ৯৩ রানের বড় ব্যবধানে প্রথম একদিনের ম্যাচ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল অজিরা। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক জর্জ বেইলি। শুরুটা অবশ্য ভালো হয়নি অজিদের। কোনো রান না করেই ফিরে যান ওপেনার অ্যারন ফিঞ্চ। তবে প্রাথমিক ধাক্কা সামলে দলকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যান ডেভিড ওয়ার্নার এবং স্টিভেন স্মিথ। ম্যাচ সেরা স্মিথ ১০১ রানের চমৎকার ইনিংস খেলে দলকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দেন। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে ২৫৫ রান করতে সক্ষম হয়। পাকিস্তানের হয়ে আফ্রিদি বল হাতে তিন উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৬২ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। ওপেনার সারফরাজ আহমেদ (৩৪) এবং উমর আকমল (৪৬) ছাড়া অজি বোলিংয়ের সামনে আর কেউ মাথা তুলে দাঁড়াতে পারেননি।
বিডি-প্রতিদিন/ অক্টোবর ২০১৪/শরীফ