ব্রাজিলিয়ান তারকা দানি আলভেজ ক্লাব বার্সেলোনাতেই থাকতে প্রস্তুত বলে তার এজেন্ট জানিয়েছেন। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল যে ব্রাজিলিয়ান এ তারকা ইংলিশ প্রিমিয়ার লিগে পাড়ি দিতে যাচ্ছেন।
বার্সেলোনার মাঠ ন্যু-ক্যাম্পে সফল ছয় বছর কাটানোর পর গত সপ্তাহে বার্সার এই ব্রাজিলিয়ান রাইট ব্যাক চলতি মৌসুম শেষে ইংল্যান্ডে পাড়ি জমাবেন বলে জানিয়েছিলেন তবে আলভেজের এজেন্ট ও সাবেক স্ত্রী দিনোরা সান্তা অ্যানা জানিয়েছেন, দানি আলভেজের ভবিষ্যত নিয়ে এখনো কারো সঙ্গে কোনো আলোচনা হয়নি। কাতালান এ ক্লাবটিতে থাকাই তিনি প্রাধান্য দিবেন বলে তারা জানিয়েছেন।
কাতালান রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে অ্যানা বলেন, “বর্তমানে তার ভবিষ্যত অনিশ্চিত। আমরা এখনো বার্সা বা অন্য কোনো ক্লাবের সঙ্গে কোনো ধরনের সমঝোতায় আসিনি। আমরা এখানে [বার্সাতে] থাককে চাই। এর প্রধান কারণ আমাদের সন্তানরা এখানে রয়েছে। আর ক্লাবের পক্ষ থেকে এখনো কেউ বলেনি যে তারা তাকে (আলভেজকে) ছেড়ে দিতে চান।”
বিডি-প্রতিদিন/ অক্টোবর ২০১৪/শরীফ