বার্সেলোনার ভক্ত সমর্থকদের জন্য বড়সড় দুঃসংবাদ আসতে পারে। স্বাধীনতার প্রশ্নে কাতালান গণভোট অনুষ্ঠিত হবে ৯ নভেম্বর। আর গণভোটে হাঁ ভোট বেশি পড়লে লা লিগা থেকে বাদ পড়তে পারে বার্সেলোনা। কাতালানরা স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করলে দেশের ক্রিড়া আইন অনুযায়ী স্প্যানিশ লিগে তারা খেলতে পারবে না।
আগামী ৯ নভেম্বর অনুষ্ঠিত গণভোটে স্বাধীনতা প্রত্যাশী কাতালানরা তাদের রাজ্যটিকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দিতে চায়। আর ভোটাভুটিতে যদি তারা জয়ী হয়, তবে লা লিগার আসর থেকে বাদ পড়বে বার্সা।
এ প্রসঙ্গে লিগ প্রেসিডেন্ট জাভিয়ের তেবাস বলেছেন, ‘যদি কাতালানরা স্বাধীন হয়ে যায় তবে বার্সা এ টুর্নামেন্টে অংশ নিতে পারবে না। কারণ স্পেনের আইনে বলা আছে, স্পেনের এলাকার বাইরে কেবল অ্যান্ডোরাই স্পেনের ফুটবল লিগে অংশ নিতে পারবে।’
কাতালানদের সঙ্গে বাদ পড়তে পারে লা লিগার আরেকটি দল এসপানিওল। ভোটে যদি কাতালান রাজ্যটি স্বাধীন হয়ে যায় তবে স্প্যানিশ লিগ থেকে বাদ যাবে এ দলটিও। তবে এমনটি ঘটলে বার্সেলোনা ও এসপানিওলকে খেলাতে হলে পার্লামেন্টে আইনের সংশোধন করতে হবে বলে তেবাস জানান।
বিডি-প্রতিদিন/ অক্টোবর ২০১৪/শরীফ