আগামীকাল সাবেক ইংলিশ জাতীয় ক্রিকেটার কেভিন পিটারসেনের বহুচর্চিত আত্মজীবনী বাজারে আসছে। কিন্তু বইটির আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই আগুন লেগে গিয়েছে ইংলিশ ক্রিকেটে। শোনা যাচ্ছে ইংল্যাল্ড দলের র্যাগিং সংস্কৃতি নিয়ে পিটারসেন তার আত্মজীবনীতে কঠিন কঠিন মন্তব্য করেছেন। তাতেই ইংলিশ ক্রিকেটের পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে।
এবার সেই আগুন আরো উস্কে দিলেন দেশটির আরেক সাবেক অধিনায়ক নাসের হুসেইন। বইটিতে লেখা পিটারসেনের বক্তব্যকে সমর্থন দিয়েছেন তিনি।
এই ইস্যুতে পিটারসেনের সঙ্গে পুরোপুরি সহমত পোষণ করলেন নাসের বলেন, ‘ইংল্যান্ড দলের ড্রেসিং রুমটা আমিও খুব ভালো চিনি। জেতার সময় সবাই আছে। হারলে শুধু দোষারোপের পালা। কোনো ভুলের জন্য চিৎকার করে জুনিয়রদের নাজেহাল করার সংস্কৃতি আমার সময়েও ছিল। আগেও ছিল। এখনো আছে। সিনিয়ররা দলের নতুনদের কোনো সম্মান প্রদর্শন করে না। এটাই ইংল্যান্ড দলের প্রকৃত কালচার। পিটারসেন একদমই ঠিক বলছে।’
বিডি-প্রতিদিন/ অক্টোবর ২০১৪/শরীফ