পর্তুগিজ তারকা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড যাওয়ার বিষয় নিয়ে অনেক দিন ধরেই জলঘোলা চলছে। এ ব্যাপারে রোনালদো এখনও কিছু না জানালেও ইউরোপ জুড়ে জোর জল্পনা অব্যহত। দলের অন্যতম প্রধান তারকা স্ট্রাইকার গ্যারেথ বেল কিন্তু একেবারেই চান না রোনাল্ডো রিয়াল ছেড়ে চলে যাক। তিনি রোনালদোকে দল না ছাড়ার অনুরোধ জানিয়েছেন।
এর আগে অবশ্য জাবি অ্যালোসো এবং ডি মারিয়ার মতো ফুটবলারদের দল ছেড়ে দেওয়ায় রিয়াল মাদ্রিদ কর্তাদের উপর ভালমতোই চটেছিলেন রোনালদো। তাই রেকর্ড অঙ্কেই নিজের পুরনো ক্লাব ম্যান ইউতে ফিরে যাওয়ার কথা চলছে তার। কিন্তু রোনালদো যাতে দল না ছাড়েন তার জন্য এখন উদ্যোগ নিয়েছেন বেল। তিনি একেবারেই চান না এই মহূর্তে কোনো তারকা ফুটবলার আবার ক্লাব ছেড়ে চলে যান।
বিডি-প্রতিদিন/০৮ অক্টোবর ২০১৪/মাহবুব