অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ হলেন বাংলাদেশ জাতীয় দলের অফস্পিনার সোহাগ গাজী। আজ বুধবার সন্ধ্যায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র এই খবর নিশ্চিত করেছেন।
আইসিসির ভাষ্য অনুযায়ী, কার্ডিফের মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল্যাবে পরীক্ষায় দেখা গেছে বোলিং করার সময় সোহাগ গাজীর কনুই ১৫ ডিগ্রির চেয়ে বেশি বেঁকে যায়। আইসিসির নিয়মানুযায়ী ১৫ ডিগ্রির বেশি কুনই বাঁক নিলে তা অবৈধ বোলিং হিসেবে গণ্য করা হয়। নিয়মের খড়গে পড়েই সোহাগ গাজীর বোলিং অ্যাকশন বৈধতা হারিয়েছে।
এর আগে, গত আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরকালে গাজীর বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি উঠেছে। নিয়মানুযায়ী সেপ্টেম্বর মাসেই ইংল্যান্ডের কার্ডিফের মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হয়েছে তাকে। এই পরীক্ষার ফল আজ বুধবার প্রকাশ করেছে আইসিসি।
বিডি-প্রতিদিন/০৮ অক্টোবর ২০১৪/মাহবুব