ক্লোজআপ তারকা কণ্ঠশিল্পী মুহিন এখন শুধুই গায়ক নন। নিজের নামের সঙ্গে যুক্ত করেছেন নতুন পরিচয়। সংগীত প্রযোজক হিসেবে আত্দপ্রকাশ করেছেন তিনি। গল্প এন্টারটেইনমেন্ট নামে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেছেন তিনি। শুক্রবার প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। নিজের প্রথম একক অ্যালবাম 'ধুম ধাড়াক্কা' প্রকাশ করে প্রতিষ্ঠানের যাত্রা শুরু করলেন মুহিন। মুহিন বলেন, 'অ্যালবাম প্রকাশ করতে গেলে, অডিও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ঝামেলায় জড়াতে হয়। তাই নিজেই প্রতিষ্ঠান গড়লাম।'
'ধুম ধাড়াক্কা' অ্যালবামটিতে গান রয়েছে ১৩টি। এর মধ্যে তিনটি গানের কথা এবং সাতটি গানের কথা ও সুর করেছেন মুহিন নিজেই।