পাকিস্তান-ভারত এমন এক ম্যাচ। যেখানে আগাম হিসাব-নিকাশ চলে না। চাপ যারা সামাল দিতে পারবে তারাই জিতবে। অ্যাডিলেডে বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনা করেছে ভারত। এ জয় পরবর্তী ম্যাচগুলোতে তাদের টনিক হিসেবে কাজ করবে। অনেকে বলছেন, মর্যাদার লড়াইয়ে হেরে যাওয়াতে পাকিস্তানের মনোবল ভেঙে গেছে। যার প্রভাব পড়বে পরবর্তী ম্যাচগুলোতে। না, আমি কিন্তু এর সঙ্গে একমত নই। এক ম্যাচ হেরে গেলে মনোবল ভাঙার কোনো কারণ দেখছি না। গ্রুপে আরও পাঁচটি ম্যাচ রয়েছে। এই হারে মিসবাহরা বরং সতর্ক হয়ে খেলবে। ‘বি’ গ্রুপে অপেক্ষাকৃত দুর্বল দল আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও সংযুক্ত আরব আমিরাত থাকাতে অনেকে ধরে নিয়েছেন ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ কোয়ার্টার ফাইনাল খেলবে। শক্তি বা পারফরম্যান্সের বিচারে তাই হওয়া উচিত। আসলে ক্রিকেট এমন এক খেলা যেখানে উচিত বলে কোনো শব্দ নেই। তা না হলে ৩০৪ রান করার পরও দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচেই আইরিশদের কাছে হেরে যাবে কেন?
দুর্বলরা যখন সবলদের হারিয়ে দেয় তখন আমরা সেই ম্যাচকে অঘটন বলেই চিহ্নিত করি। আসলে নেলসনের ম্যাচকে যদি অঘটন বলা হয় তাহলে বলব আয়ারল্যান্ডকে ছোট করা হবে। আইসিসির সহযোগী দেশ অথচ কাল ব্যাটে বলে অসাধারণ খেলেছে আয়ারল্যান্ড। এ জয় অন্য দলগুলোকে সতর্ক করে দিলো। ২১ ফেব্রুয়ারি পাকিস্তান গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ম্যাচটি দু’দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। টানা দুই ম্যাচ হেরে গেলে কোয়ার্টার ফাইনালে যাওয়া অনেকটা কঠিন হয়ে যাবে। আমি এ ম্যাচকে পাকিস্তানের বাঁচা-মরার লড়াই বলতে চাই। কেননা ম্যাচ হেরে গেলে ঘুরে দাঁড়ানো অনেকটাই মুশকিল হয়ে পড়বে। পরবর্তী ম্যাচ খেলতে হবে জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। আরব-আমিরাতকে না হয় হারিয়ে দিল। কিন্তু বাকি ম্যাচে জয়ের কি নিশ্চয়তা আছে?
দক্ষিণ আফ্রিকার কাছে হারলে জিম্বাবুয়ে কিন্তু ভালোই খেলেছে। মনে রাখতে হবে ঝুঁকি এড়াতে পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ মরিয়া হয়ে লড়বে। ম্যাচ জিততে হলে পাকিস্তানকে প্রতিটি ডিপার্টমেন্টে জ্বলে উঠতে হবে। ৩০১ এখনকার ক্রিকেটে বড় কোনো টার্গেট নয় অথচ ভারতের বিপক্ষে একমাত্র মিসবাহ ছাড়া পাকিস্তানের অন্য ব্যাটসম্যানরা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। অতিরিক্ত চাপে এই দশা। যাক সব ভুলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্বলে উঠতেই হবে। তা না হলে বিশ্বকাপে টিকে থাকাটাই কঠিন হয়ে যাবে।
শিরোনাম
- শার্শা আসনে বিএনপির প্রার্থী তৃপ্তি
- আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- চট্টগ্রামের ১০টি আসনে নতুন মুখ ৫ জন
- জানাজা থেকে গৃহবধূর লাশ গেল মর্গে, পালালেন স্বামী-শ্বশুর
- নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী
- আমেরিকা থেকে এলো গমবোঝাই জাহাজ
- এক নজরে বিএনপি প্রার্থীদের তালিকা
- চট্টগ্রাম সমিতি ঢাকা’র নির্বাচন ৫ ডিসেম্বর
- কেদারপুরে যুব সমাজের স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত
- মনোনয়ন পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ
- টঙ্গীতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
- জামায়াত আমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম
- সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন যারা
- টাঙ্গাইলে গ্রামীণ রাস্তায় জনদুর্ভোগ, স্বাধীনতার ৫৩ বছরেও পাকাকরণ হয়নি
- কিশোরগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন ফজলুর রহমান
- নেত্রকোনা-৪ আসনে বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বাবর
- সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী ইলিয়াসপত্নী লুনা
- তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী ব্যানার্জি
- বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান
- নির্বাচনে বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসন থেকে লড়বেন খালেদা জিয়া
ওয়াসিম আকরামের বিশ্লেষণ
সতর্ক হয়ে খেলতে হবে পাকিস্তানকে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর