ক্যানবেরার মানুকা ওভালে বাংলাদেশ অনুশীলন করে স্থানীয় সময় বেলা ২টায়। আফগানিস্তান করে সকালে। মানুকা ওভালেই কাল আফগানিস্তানের বিশ্বকাপ অভিষেক। প্রতিপক্ষ মাশরাফি-সাকিব-তামিমরা। গতকাল অনুশীলন শেষে আফগানিস্তানের লেগ স্পিনার সামিউল্লাহ শেনওয়ারি জানান, বিশ্বকাপে তাদের টার্গেট দুটি জয়। একটি বাংলাদেশ, অন্যটি স্কটল্যান্ড।
এই প্রথম বিশ্বকাপ খেলছে আফগানিস্তান। এর আগে ওয়ানডে অভিষেক এশিয়া কাপে। এশিয়া কাপে বাংলাদেশকে হারিয়েছিল ৩২ রানে। তাই লেগ স্পিনার শেনওয়ারি আত্দবিশ্বাসী বাংলাদেশ ম্যাচ নিয়ে, 'আমরা এই প্রথম বিশ্বকাপ খেলছি। আমাদের টার্গেট দুটি ম্যাচ। দুটি ম্যাচ জেতাই আমাদের মূল লক্ষ্য।' বাংলাদেশকে টার্গেট করলেও সাকিব আল হাসানকে শক্ত প্রতিপক্ষ মানছেন।