বাংলাদেশ দল যখন এমসিজির বাইরে ব্যাটিং অনুশীলন করছিলেন, অনেকক্ষণ দাঁড়িয়ে তা দেখছিলেন সৌরভ গাঙ্গুলি। এরমধ্যে সৌম্য সরকারের ব্যাটিং খুব মনোযোগ দিয়ে দেখেন। অফ ড্রাইভ, কখনো অন ড্রাইভ দেখে মাথা নাড়াচ্ছিলেন সৌরভ। বুঝাই গেছে সৌম্যের ব্যাটিংয়ে মন ভরেছে ভারতের সাবেক অধিনায়কের। তবে সাক্ষাৎকার থাকায় পুরো সময় অনুশীলন দেখেননি। চলে যান মেলবোর্ন স্টেডিয়াম ছেড়ে। যাওয়ার সময় শুধু বলে গেলেন, ভারতের চেয়ে বাংলাদেশের পেস বোলিং শক্তিশালী।
২০০৭ সালে পোর্ট অব স্পেনে বাংলাদেশের ঐতিহাসিক ম্যাচে খেলেছিলেন গাঙ্গুলি। ভারত হারলেও রান করেছিলেন। ওই ম্যাচের কথা মনে আছে। তবে সেই খেলাকে মনে রাখতে চাইছেন না। আজকের ম্যাচকে সম্পূর্ণ নতুন বলেন গাঙ্গুলি, '২০০৭ সালের ম্যাচটিকে স্মরণ করে কোনো লাভ নেই। সেটা অতীত। কালকের (আজ) ম্যাচ একেবারে নতুন। ম্যাচটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তবে আমার দৃষ্টিতে ভারত ফেবারিট।' ভারতকে এগিয়ে রেখেছেন ঠিক। কিন্তু এক জায়গায় এগিয়ে রেখেছেন বাংলাদেশের পেসারদের। তিন টাইগার পেসার মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ একত্রে উইকেট নিয়েছেন ১৯টি। রুবেল ৭টি এবং মাশরাফি ও তাসকিন নিয়েছেন ৬টি করে। বিপরীতে ভারতের তিন পেসার মোহাম্মদ শামী, উমেশ যাদব ও মোহিত শর্মা একত্রে উইকেট নিয়েছেন ৩৫টি। শামী নিয়েছেন ১৫টি এবং ১০টি করে নিয়েছেন বাকি দুজন। পরিসংখ্যানের বিচারে এগিয়ে ভারতীয় বোলাররা। তারপরও ধ্বংসাত্দক বোলিংয়ের জন্য গাঙ্গুলি এগিয়ে রাখেন বাংলাদেশকে, 'তোমাদের পেসাররা তুলনামূলকভাবে ভালো।'