প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে দুর্দান্ত সূচনা করল টটেনহ্যাম হটস্পার। গত মৌসুমে ইউরোপা লিগ জিতলেও লিগে ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো রেলিগেশন জোনের এক ধাপ ওপরে থেকে মৌসুম শেষ করেছিল উত্তর লন্ডনের ক্লাবটি। তবে নতুন কোচের অধীনে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে স্পার্সরা।
শনিবার (১৬ আগস্ট) নিজেদের মাঠে প্রিমিয়ার লিগে নতুন উঠা বার্নলিকে ৩-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম। জোড়া গোল করে ম্যাচের নায়ক হয়ে উঠেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন। দলের তৃতীয় গোলটি করেন ব্রেনান জনসন।
গত মৌসুমে ইনজুরি ও অফফর্মে ভুগে নিয়মিত একাদশে জায়গা হারিয়েছিলেন রিচার্লিসন। তবে নতুন মৌসুমের প্রথম ম্যাচেই ফিরলেন দুর্দান্ত নৈপুণ্যে। ম্যাচের ১০ মিনিটেই মোহাম্মদ কুদুসের ক্রস থেকে দুর্দান্ত হাফ-ভলিতে গোল করে দলকে এগিয়ে দেন তিনি।
প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা স্পার্স দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ৬০ মিনিটে রিচার্লিসনের দ্বিতীয় গোলটি যেন কাতার বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে আনল। ডি-বক্সে কুদুসের ক্রসে বাতাসে ডাইভ দিয়ে অসাধারণ এক সিজর কিকে গোল করেন ব্রাজিলিয়ান তারকা।
এই গোল ইতোমধ্যেই আলোচনায়, অনেকেই বলছেন এটি চলতি প্রিমিয়ার লিগ মৌসুমের সেরা গোলগুলোর একটি হবে।
৬৬ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে ৩-০ করেন ব্রেনান জনসন। পারে মাতার সারের পাস থেকে বল পেয়ে গোলটি করেন ইংলিশ উইঙ্গার।
অন্যদিকে, প্রিমিয়ার লিগে নবাগত সান্ডারল্যান্ড দেখিয়েছে বড়সড় চমক। নিজেদের মাঠ স্টেডিয়াম অব লাইটে ওয়েস্ট হ্যামকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্লাক ক্যাটরা। দ্বিতীয়ার্ধে এলিয়েজের মায়েন্দা, ড্যানিয়েল বালার্ড ও উইলসন ইসিডর গোল তিনটি করেন।
বিডি প্রতিদিন/মুসা