টুর্নামেন্টের চতুর্থ বাছাই চেক তারকা টমাচ বার্দিচকে হারিয়ে ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন স্থানীয় ফেভারিট জো উইলফ্রে সোঙ্গা। বার্দিচকে ৬-৩, ৬-৩, ৬-৭, ৬-৩ গেমে পুরুষ এককের শেষ আটে উঠেন তিনি। সোঙ্গা কোয়ার্টার ফাইনালে ষষ্ঠ বাছাই জাপানি তারকা কেই নিশিকোরির বিরুদ্ধে খেলবেন। নিশিকোরি রাশিয়ান খেলোয়াড় তেইমুরাজ গাবাশভিলিকে ৬-৩, ৬-৪, ৬-২ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেন। খবর বিবিসির
বিডি-প্রতিদিন/১ জুন ২০১৫/শরীফ