ফরাসি ওপেনে 'রিউভি সিস্টেম' চালুর দাবি জানিয়েছেন বেলারুশের নারী টেনিস তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কা। চলতি ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে বিশ্বের এক নম্বর তারকা যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামসের কাছে হেরে বিদায় নিয়েছেন তিনি। সেরেনার বিপক্ষে ম্যাচটিতে ম্যাচ পরিচালনাকারীদের একটি 'কল' নিয়ে বিতর্ক তোলে এই দাবি জানান আজারেঙ্কা। প্রথম সেট জিতেও সেরেনা উইলিয়ামসের কাছে হেরে ফরাসি ওপেন থেকে বিদায় নিলেও রিভিউ নিয়ে প্রশ্ন জোরাল করলেন বেলারুশের এই টেনিস সুন্দরী।
সেরেনা উইলিয়ামসের বিরুদ্ধে তৃতীয় রাউন্ডের ম্যাচে প্রথম সেটে ৬-৩ গেমে জয় পেয়েছিল আজারেঙ্কা। কিন্তু পরের দুই সেট হেরে বিদায় নিতে হয় তাকে। আর সেরেনা পৌঁছে যান চতুর্থ রাউন্ডে।
তৃতীয় রাউন্ডে হেরে কোর্ট ছাড়ার আগে আজারেঙ্কা বলেন, 'আমার মতে লাইন-কলটা ছিল ভুল। প্রত্যেকেই এটা বলবে। যদিও এটা খেলারই অংশ। তবে আমার মনে হয় বাকি তিনটি গ্র্যান্ড স্ল্যামের মতো ফরাসি ওপেনেও রিভিউ পদ্ধতি চালু করা উচিত।'
উল্লেখ্য, সেরেনা উইলিয়ামস এ পর্যন্ত দুইবার ফরাসি ওপেন জিতেছেন। তাই এবার এই টুর্নামেন্টে জিততে পারলে তার গ্রান্ড স্ল্যাম শিরোপা জয় দাঁড়াবে ২০টিতে। এর ফলে সর্বোচ্চ গ্রান্ড স্ল্যাম শিরোপা জয়ের তালিকায় তিন নম্বরে চলে যাবেন তিনি। যদিও তিনি এখন তিন নম্বরেই আছেন।
বিডি-প্রতিদিন/১ জুন ২০১৫/শরীফ