দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর হয়েছে দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটর রবি অজিয়াটা লিমিটেড।
সোমবার সোমবার ঢাকায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এবার তাদের লোগো সম্বলিত নতুন জার্সি উন্মোচন করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানেই ক্রিকেটারদের জার্সি পড়ে আসতে দেখা যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, বিসিবির সহ-সভাপতি মাহবুব আনাম, ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়, বিসিবির মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ, মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ও বিসিবির প্রধান নির্বাহী কমকর্তা নিজামউদ্দিন চৌধুরী।
বিশ্বকাপের পর থেকে বাংলাদেশের জার্সিতে কোন পরিবর্তন হয়নি বললেই চলে। শুধু পরিবর্তন এসেছে লোগোতে। বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে সিরিজে সাহারার পরিবর্তে লোগোতে শোভা পেয়েছে প্রাণ ফ্রুটো। এবার সেই জায়গায় শোভা পাবে মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির লোগো।
বিডি-প্রতিদিন/০১ জুন, ২০১৫/মাহবুব