ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রতি দুর্নীতির অভিযোগ এখন তীরের মতোই ধেয়ে আসছে। একের পর এক নতুন তথ্য সামনে আসছে। এরই মধ্যে ফিফার ভাইস প্রেসিডেন্টসহ সাতজনকে গ্রেফতার করেছে জুরিখ পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ফিফার ওইসব নির্বাহী সদস্যদের যারা সুইস নাগরিক নন। জুরিখের অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে বলা হয়েছে, প্রয়োজন বোধ করলে ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এসব ঘটনার মধ্য দিয়েই পঞ্চমবারের মতো ফিফা সভাপতি নির্বাচিত হয়েছেন সেপ ব্ল্যাটার। এ সুইস সংগঠক নতুন করে ফিফাকে গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। এবার ফিফাকে পুনর্গঠনের দাবি জানালো ইউরোপীয়ান ইউনিয়ন (ইইউ)। ইউরোপীয়ান কমিশনের মুখপাত্র নাথালি বলেছেন, 'ক্রীড়াঙ্গনে কোনো দুর্নীতির স্থান নেই। ফিফাকে অনেক সময় দেওয়া হয়েছে। তাদেরকে পুনর্গঠনের সুযোগ দেওয়া হয়েছে। এবার সময় এসেছে পরিবর্তনের। ফুটবলের ঐক্যেই ফাটল ধরে গেছে।' এখনো পর্যন্ত ফিফা সেপ ব্ল্যাটারের অধীনে ঐক্যবদ্ধ আছে। তবে এই ঐক্যে যে কোনো মুহূর্তেই ফাটল ধরতে পারে। বিশেষ করে উয়েফাই তো ব্ল্যাটার বিরোধী জোরালো অবস্থান নিয়েছিল।