বিশ্বের সেরা তারকাদের অনেকেই বার্সেলোনায়। অতীতেও এখানে খেলে গেছেন অনেকে। যেমন ইয়োহান ক্রুইফ কিংবা দিয়েগো ম্যারাডোনার মতো সর্বকালের সেরা ফুটবল কিংবদন্তি। বর্তমানে খেলছেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, নেইমার, জাভি ও ইনিয়েস্তারা। এই দলটাকে নিয়ে কত আলোচনাই না হয়েছে। ইউরোপীয়ান ফুটবলকে যারা গত এক দশক ধরে টানা শাসন করে চলেছে। কখনো ছন্দ পতন হয়েছে বটে, তবে নিজেদের শ্রেষ্ঠত্ব হারাতে হয়নি তাদের। বার্সেলোনার এই রূপ-ছন্দ দেখে সাবেক ডাচ তারকা মারকো ফন বাস্তেন এক অদ্ভূত কথা বলে বসলেন। বিশ্বকাপ জেতার সামর্থ্য আছে বার্সেলোনার। এটা একটা আবেগতাড়িত কথা ছাড়া আর কিছুই নয়। তারপরও বাস্তেনের কথায় বাস্তবতাও আছে। তিনি যেমন বলছেন, 'মান এবং ভক্তদের আগ্রহের উপর নির্ভর করে বলা যায় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ বিশ্বকাপকেও হার মানিয়েছে। যদি বার্সেলোনার বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ থাকতো তবে তারা চ্যাম্পিয়ন হতো। অনেক বছর ধরে তারা নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে।' ফন বাস্তেনের ভাষ্যমতে, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে যেমন তারকার মহা উৎসব দেখা যায় বিশ্বকাপেও তেমনটা দেখা যায় না। এ কারণেই বিশ্বকাপের চেয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ বেশি আকর্ষণীয়। তবে সত্যিটা হচ্ছে, বিশ্বকাপ যেমন পুরো বিশ্বকে নাড়িয়ে দেয় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ তেমনটা নয়। এদিকে জাভি হার্নান্দেজকে একজন দারুণ ফুটবলার হিসেবে প্রশংসা করেছেন ফন বাস্তেন। সাবেক এ ডাচ ফুটবলার বলেন, 'সে সত্যিই একজন ফুটবলার। এমন একজন যে কেবল ফুটবলকেই ধ্যান-জ্ঞান করে। কঠোর পরিশ্রম করে। আর নিজের গ্ল্যামার নিয়ে মোটেও ভাবে না।' জাভি হার্নান্দেজ এ মৌসুম শেষেই ন্যু ক্যাম্প থেকে বিদায় নিচ্ছেন।