পরশু ছিল বাংলাদেশ ক্রীড়াঙ্গনের কালো একটি দিন। এ দিন দেশের ক্রীড়াঙ্গন হারায় দুই নিবেদিত ক্রীড়া সংগঠককে। বিকালে মারা যান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সহ সভাপতি সিরাজুল ইসলাম বাচ্চু। রাত ১১টায় অজানার দেশে পাড়ি জমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আমিনুল হক মনি। দুই ক্রীড়া সংগঠকের মৃত্যুতে শোকের কালো ছায়ায় ঢেকে পড়েছে ক্রীড়াঙ্গন। গত দেড় বছর ধরে প্রস্টেস্ট ক্যান্সারে ভুগছিলেন মনি। ক্রিকেটপাগল মনি গত এপ্রিলে হঠাৎ করে অফিসে অজ্ঞান হয়ে পড়ে যান। এরপর দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে তাকে আইসিইউতে রাখা হয়। আইসিইউতে থাকার সময়ই দুই দুইবার স্ট্রোক করে মনির। তারপর চেস্টার কমতি ছিল না তাকে সুস্থ করার। কিন্তু পারেনি। শেষ পর্যন্ত সবাইকে কাঁদিয়ে ৬৬ বছর বয়স্ক চির কুমার মনি পাড়ি জমান অচিন দেশে। কাল দুপুর ১২টায় মোহামেডান ক্লাব প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। আজিমপুর নতুন কবরস্থানে দাফন করা হয় তাকে।