বাংলাদেশ আজ আরেকটি প্রীতিম্যাচে মুখোমুখি হচ্ছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিপক্ষ হয়ে মাঠে নামবে আফগানিস্তান। বিকাল ৪টায় ম্যাচটি শুরু হবে। শনিবার প্রীতিম্যাচে এগিয়ে থেকেও সিঙ্গাপুরকে হারাতে পারেনি। ১-২ গোলে হার মানেন মামুনুলরা। সামনে বিশ্বকাপ বাছাইপর্বে লড়তে হবে বাংলাদেশকে। গ্রুপে রয়েছে এশিয়ান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, জর্ডান, কিরঘিস্তান ও তাজিকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষ। ১১ জুন কিরঘিস্তান, ১৬ জুন তাজিকিস্তানের বিপক্ষে ঢাকায় দুই ম্যাচে লড়বেন মামুনুল-এমিলিরা। মূলত খেলোয়াড়দের পারফরম্যান্স যাচাই করতে এ প্রীতিম্যাচের আয়োজন। সিঙ্গাপুরের কাছে হার মেনেছে। আজ কি হবে? শক্তির বিচারে সিঙ্গাপুরের চেয়ে আফগানিস্তান এগিয়ে। ফিফা র্যাঙ্কিংয়েও দুই দেশের চেয়ে আফগানদের অবস্থান উঁচুতে। গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ লোডডিক ক্রুইফ বলেন, আফগানিস্তান অবশ্যই শক্তিশালী দল। জার্মান প্রশিক্ষক আসার পর তারা ভালোই খেলছে। কিন্তু আমার দলে অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড় রয়েছে। ভালো খেলতে পারলে ম্যাচ জেতা সম্ভব। অধিনায়ক মামুনুল ইসলাম বলেন, সিঙ্গাপুরের কাছে হারলেও দলের উপকার হয়েছে। ভুল-ত্রুটি শুধরিয়ে মাঠে নামতে পারব। আর আফগানিস্তান শক্তিশালী দল। দীর্ঘদিন ধরে তারা প্রশিক্ষণে রয়েছে। কিন্তু কয়েক বছরের ফলাফল বিশ্লেষণ করলে আমরাই ফেবারিট। এশিয়ান গেমসে তাদেরকে হারিয়েছি। খেলোয়াড়রা জয়ের জন্য মরিয়া হয়ে লড়বে। আশা রাখি দর্শকরা হতাশ হবেন না। আফগানিস্তানের জার্মান কোচ ক্লেভ হেন ফেব্রুয়ারি থেকে দায়িত্ব পালন করছেন। মূলত তারই প্রশিক্ষণে আফগানদের চেহারা পাল্টে গেছে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সামনে বিশ্বকাপ বাছাইপর্বে সিরিয়ার বিপক্ষে লড়বে হবে। তাই বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি আমাদের উপকারে আসবে। লক্ষ্য থাকবে জয় নিয়ে আÍবিশ্বাস বাড়াতে। অধিনায়ক জালাল উদ্দিন বলেন, ঘরের মাঠে বাংলাদেশ অবশ্যই ফেবারিট। তবে আমরা জেতার জন্যই মাঠে নামব। দলের যে প্রস্তুতি তাতে দর্শকদের ভালো খেলা উপহার দেওয়ার আশা রাখি।
শিরোনাম
- বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ দুইজন নিহত
- স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী মায়ার ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- ইসির কাছে ১৪ প্রস্তাবনা ইউএনডিপি প্রতিনিধিদলের
- স্ত্রী-কন্যাসহ র্যাবের সাবেক ডিজি হারুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
- প্রাথমিকের শিক্ষক পদে আবেদন করতে পারবেন না ধূমপায়ীরা
- চট্টগ্রাম শিক্ষাবোর্ডের দুই কর্মচারী সাময়িক বরখাস্ত
- ঢাবিতে শীতকালীন বইমেলা শুরু
- জামিন পেলেন সাংবাদিক মঞ্জুরুল আলম
- এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ নভেম্বর
- ট্রাম্প ক্ষমতায় আসার পর ৮০ হাজার ভিসা বাতিল
- ইন্টারনেটে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ালে ৫ বছর কারাদণ্ড , ৯৯ কোটি টাকা জরিমানা
- মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে : তারেক রহমান
- সন্ত্রাসবিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকীর জামিন
- স্কুল-কলেজের সিসি ক্যামেরাগুলো ভোটকেন্দ্রে ব্যবহার করতে চায় ইসি
- সংসদ নির্বাচনে প্রতিবন্ধীদের ভাবনা জানতে চায় ইসি
- জেতার সম্ভাবনা আছে এমন শরিকদের জন্য আসন ছাড়বে বিএনপি : আমীর খসরু
- ‘যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশ পাইনি’
- বাকৃবির উদ্ভাবন: দেশের প্রথম হাঁসের ডাক প্লেগ ভ্যাকসিন
- ফোনে অশ্লীল বার্তা পাঠালে দুই বছরের দণ্ড ও জরিমানা
বাংলাদেশ বনাম আফগানিস্তান
জয় ছাড়া কিছুই ভাবছে না দুই দল
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর