ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন রুশ সুন্দরী মারিয়া শারাপোভা। গতকাল তিনি চেক প্রজাতন্ত্রের লুসি সাফারোভার কাছে ৭-৬ (৭/৩), ৬-৪ গেমে হেরে গেছেন। তবে মেয়েদের এককে শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন। তিনি স্বদেশি সোলাইন স্টেফানকে হারিয়েছেন চতুর্থ রাউন্ডে। এদিকে পুরুষ এককে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন সুইস তারকা রজার ফেদেরার। তিনি মনফিল গায়েলকে ৬-৩, ৪-৬, ৬-৪. ৬-১ গেমে পরাজিত করেছেন। শেষ আটে ফেদেরার মুখোমুখি হচ্ছেন স্বদেশি স্ট্যানিসলাস ওয়াওরিঙ্কার। পুরুষ এককে এছাড়াও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে এবং স্প্যানিশ তারকা ডেভিড ফেরার।