সময়মতো কর প্রদান না করায় পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক মিসবাহ উল হকের ব্যবহারকৃত ল্যান্ড ক্রুজার গাড়িটি জব্দ করেছে দেশটির ফেডারেল বোর্ড অব রেভেনিউ (এফবিআর)।
এ বিষয়ে এফবিআর কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তান টেস্ট দলের অধিনায়কের ল্যান্ড ক্রুজার গাড়িটি জব্দ করা হয়েছে। নিয়ম অনুযায়ী গাড়ির জন্য শুল্ক (কর) পরিশোধ না করায় তা করা হয়েছে। অবশ্য এর আগে নোটিশ পাঠানো হয়েছিল মিসবাহকে।
এর আগে, গত বছর কর না দেওয়ায় মিসবাহর ব্যাংক হিসাব (৩.৯ মিলিয়ন রূপি) বন্ধ করে দিয়েছিল এফবিআর। পরবর্তী সময়ে ফেডারেল অর্থমন্ত্রী ইশাক দারের হস্তক্ষেপে বিষয়টি মিটমাট হয়।
বর্তমানে আসন্ন শ্রীলঙ্কার সফরের জন্য অনুশীলনে ব্যস্ত মিসবাহ।সফরে শ্রীলঙ্কার বিপক্ষে ৩টি টেস্ট খেলবে পাকিস্তান।
বিডি-প্রতিদিন/০২ জুন, ২০১৫/মাহবুব